বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘটনাটা বেশি পুরনো নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের, আসলে এদিন ইংলিশদের অর্ধেক ব্যাটারকেই সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। তবে এবার তাঁকে নিয়েই তৈরি হয়েছে গভীর সংশয়। শোনা যাচ্ছে, ওয়ার্ক লোডের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রামে রাখতে পারে ম্যানেজমেন্ট।
হ্যাঁ, ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে থাকছেন না জসপ্রীত বুমরাহ। সে ক্ষেত্রে বিকল্প কে? সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরাহ না খেললে, তাঁর বিকল্প হয়ে মাঠে নামতে পারেন ভারতের মাত্র 26 বছর বয়সী তুখোড় পেসার (Jasprit Bumrah Replacement)।
বুমরাহর না থাকার কথা নিশ্চিত করেছেন কোচ গম্ভীর!
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দলের ব্যর্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রধান কোচ গৌতম গম্ভীর জানান, বমরাহ 5 টেস্টে খেলার জন্য আসেননি। তাঁকে খুব সম্ভবত আর মাত্র দুটি টেস্টে পাওয়া যাবে। হ্যাঁ, এদিন ভারতের পেস বিভাগের প্রধান স্তম্ভ প্রসঙ্গে এ কথাই বলেছিলেন টিম ইন্ডিয়ার হেড স্যার।
গম্ভীর আরও জানান, আসলে ওর ওয়ার্ক লোড অন্যদের থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে আগামী দুই টেস্টেই নামানো হবে। তবে ঠিক কোন দুই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাবেন বুমরাহ, সে খবর অবশ্য নিশ্চিত করেননি কোচ গম্ভীর। তাহলে? একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছেন না জসপ্রীত। সেক্ষেত্রে সব ঠিক থাকলে তৃতীয় টেস্টে পাওয়া যাবে তাঁকে। আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে কে হবেন বুমরাহর দ্বিতীয় টেস্টের বিকল্প?
অবশ্যই পড়ুন: পারল না ইস্টবেঙ্গল, অভিষেক সিংকে সই করিয়ে নিচ্ছে মোহনবাগান! কত কোটিতে চুক্তি?
বুমরাহর ভূমিকায় খেলবেন 26 বছরের তরুণ
সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন দাবি করছে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাসটন টেস্টে যদি শেষ পর্যন্ত বুমরাহ না খেলেন, সেক্ষেত্রে দ্রুতগতির তারকা বোলার তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পেসারদের মধ্যে অন্যতম বুমরাহর বিকল্প হিসেবে 26 বছর বয়সী তরুণ তারকা অর্শদীপ সিংকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামাতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দেখার, বুমরাহর মতো একজন উচ্চমানের বোলারের বিকল্প হয়ে দ্বিতীয় টেস্টের ময়দানে কতটা কামড় বসাতে পারেন টিম ইন্ডিয়ার এই উঠতি তারকা।