প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেশ চাপের মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)! সশরীরে কোর্টে হাজিরা না দেওয়ার এবার জামিন বাতিলের হুঁশিয়ারি ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা। আর সেখানেই জামিনের পর পার্থর সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে প্রশ্ন করা হয় অর্পিতাকে। সেই প্রশ্নের ভিত্তিতে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অর্পিতা।
পার্থের উপর ক্ষুব্ধ বিচারক
রিপোর্ট মোতাবেক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় আজ ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল। কিন্তু জামিনে বাইরে থাকলেও, আজ সশরীরে আদালতে হাজিরা হননি পার্থ। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরাও। তাঁদের অনুপস্থিতিতে রুষ্ট হন বিচার শুভেন্দু সাহা। যদিও এদিন পার্থর আইনজীবী আদালতে জানান, স্বাস্থ্যজনিত কারণে পার্থ হাজিরা দিতে পারেননি। আর এতেই বিচারক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের আইনজীবীকে বলে দিচ্ছি, ওঁদের গিয়ে বলে দেবেন, শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। নইলে জামিন বাতিল করে দেওয়া হবে।’
কী বললেন অর্পিতা?
বুধবার ইডির বিশেষ আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জন। এদিন আদালতে নিজের তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন অর্পিতা। কিন্তু সেই আবেদন আপত্তি জানায় ইডি। তবে বিচারিক এখনো সেই নিয়ে কোনো মন্তব্য করেনি। জানা গিয়েছে আগামী ৮ ডিসেম্বর এই বিষয় নিয়ে শুনানি হলে তখনই এই বিষয়ে মন্তব্য করবে আদালত। এদিকে অর্পিতা আজ আদালতে বিচারককে জানান যে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার পর এখনও তার সঙ্গে কোনও কথা বা যোগাযোগ তিনি করেননি। সাংবাদিকদেরকেও অর্পিতার আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন যে পার্থ ও তার সম্পর্ক নিয়ে কোনও উত্তর দেবেন না।
আরও পড়ুন: জামিন বাতিল হবে পার্থর? হুঁশিয়ারি ব্যাঙ্কশাল কোর্টের
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই চিঠিতে তিনি স্পষ্ট জানালেন যে তিনি বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে চান। তবে সেখানে সমস্যা একটাই, তার বসার জায়গা নিয়ে। কারণ, তৃণমূলের টিকিটে জিতলেও দল তাঁকে দল সাসপেন্ড করেছে। ফলে নিজের পছন্দের আসনে বসতে পারবেন না তিনি। তাই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ফিরলে তিনি কোন আসনে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।