বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে নিউজিল্যান্ড, এবার দক্ষিণ আফ্রিকা। দুই দলই ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় দলকে হোয়াইটওয়াশ করে ছেড়েছে। আর সেটা হয়েছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জমানায়। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ যবে থেকে ভারতীয় দলের ছাদ হয়েছেন, তবে থেকেই লাল বলের ক্রিকেটে দুর্দশা দেখেছে ভারত, এমনটাই দাবি ক্রিকেট মহলের একটা বড় অংশের। বুধবার, 408 রানের ব্যবধানে ব্যাটিং অর্ডারের দুর্বলতা নিয়ে ভারতীয় দল যে লজ্জার পরাজয় দেখল, তারপর আর গম্ভীরকে প্রধান কোচের দায়িত্বে দেখতে চাইছেন না ভক্তমন্ডলী। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য?
দলের পরাজয় দেখেই মুখ খুললেন গম্ভীর
দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে লজ্জার হারের পর একপ্রকার অন্ধকারাচ্ছন্ন মুখ নিয়েই সাংবাদিক সম্মেলন করেন প্রধান কোচ গৌতম গম্ভীর। আর সেখানে পৌঁছেই ব্যর্থতার জন্য প্রথমেই একপ্রকার দলের উপর দোষ ঠেলে গৌতম বললেন, “আমার ভবিষ্যৎ কী হবে সেটা নির্ধারণ করবে BCCI। আমি কোচ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছিলাম, আমি গুরুত্বপূর্ণ নই, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ।”
এরপরই নিজের সাফল্য স্মরণ করিয়ে গম্ভীর জানান, “ভুলে গেলে চলবে না, আমিই সেই লোক যার হাত ধরে ইংল্যান্ডে সাফল্য এসেছে। চ্যাম্পিয়নস ট্রফিটাও আমার কোচিংয়েই এসেছে।”
এদিন, ভারতীয় দলের প্রধান কোচ একেবারে খোলাখুলি জানান, “টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। সকলকেই এর জন্য দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে, সঙ্ঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। সবসময় সাফল্যের জন্য প্রতিভাবান এবং নজরকাড়া ক্রিকেটের প্রয়োজন পড়ে না।” ভারতীয় দলের প্রাক্তন সদস্য মনে করেন, কিছু হলেই প্রথমে দোষারোপ করা হয় তাকে। গম্ভীরের কথায়, “দোষ সকলের। কিন্তু দোষারোপের শুরুটা আমাকে দিয়েই হয়।” ক্রিকেট মহলের অনেকেই বলছেন নিজের ব্যর্থতা ঢাকতে এমন সব মন্তব্য করছেন গৌতম। যদিও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন, প্রধান কোচের পদে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি নন বরং ভারতীয় ক্রিকেট বোর্ডই নেবে।
অবশ্যই পড়ুন: IPL 2026 নিলামের আগেই দল পেয়ে যাবেন এই ৪ প্লেয়ার! তালিকায় দুই KKR প্রাক্তনী
উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে, গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেতেই লাল বলের ক্রিকেটে একপ্রকার দুঃসময় দেখতে শুরু করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0 তে চুনকাম হওয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছেও 2-0 ব্যবধানে হারতে হল ভারতকে। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, গম্ভীর কোচ হওয়ার পর থেকেই টেস্টে এমন বেহাল দশা ভারতীয় দলের। না বললেই নয়, গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে মোট 19টি টেস্ট খেলেছে ভারত, যারমধ্যে 10টিতে পরাজয়, 7টিতে জয় এবং দুটিতে ড্র দেখেছে টিম ইন্ডিয়া।