সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই বিদেশি পর্যটকদের আকর্ষণ করে ভারত। তবে এবার সেই তালিকায় চমক দিল বাংলা। জানা যাচ্ছে, বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ (West Bengal Tourism Report)। হ্যাঁ, ২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে আজ সমাজমাধ্যমে নিজেই একথা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলছে রিপোর্ট?
রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে যে পরিমাণ বিদেশি পর্যটক ভারতে ভ্রমণ করতে এসেছিলেন তা প্রায় ২০১৯ সালের সমান। ২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারি আক্রমণ করেছিল ভারতে। সেই সময় পর্যটন এক কথায় স্থগিত হয়ে গিয়েছিল। কোভিডের সময় লকডাউন বিশ্ব অর্থনীতিকে এক কথায় টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেয়। তবে তারপর আবার ঘুরে দাঁড়াচ্ছে ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২২ সাল পর্যন্ত সেই পরিস্থিতি কাটিয়ে আবার কিছুটা শক্তপোক্ত অবস্থান ভারতের। যদিও সামগ্রিক ক্ষতি মেটাতে আপাতত কিছু বছর সময় লাগবে।
সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার নিজেই। আর সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে যে রাজ্যগুলি সবথেকে বেশি অবদান রাখে তার মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। কারণ, এই রাজ্যে ২০২৪-২৫ অর্থবর্ষে বিদেশি পর্যটক ভিড় জমিয়েছে ৩৭ লক্ষ। অন্যদিকে পশ্চিমবঙ্গে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ।
Proud to share that West Bengal has emerged as one of the most favoured international tourist destinations in the country, and has achieved another great milestone!!
In the recently released India Tourism Data Compendium 2025 by Ministry of Tourism, Government of India , West…
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2025
আরও পড়ুনঃ জামিন বাতিল হবে পার্থর? হুঁশিয়ারি ব্যাঙ্কশাল কোর্টের
কোভিডের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে ভারত
বলাবাহুল্য, কোভিডের কারণে তৈরি হওয়া মন্দা থেকে ঘুরে দাঁড়াতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। তবে বিদেশি পর্যটকদের ভারতে আগমন সেই পরিস্থিতি অনেকটাই বদল ঘটিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেছেন যে, মহামারির পর যেভাবে পর্যটন খাত ধসে গিয়েছিল, তা আবারও ফিরছে। যেভাবে পর্যটনের জন্য প্রচার করা হয়েছে, এই পরিসংখ্যানে তার প্রতিফলন। গত কয়েক বছর ধরে দার্জিলিংয়ের লামাহাটা বিদেশি পর্যটকদের কাছে সবথেকে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। আর কেন্দ্রীয় রিপোর্টে এবার তাই উঠে আসলো।