সহেলি মিত্র, কলকাতাঃ মধ্যবিত্তদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনিও যদি লোন নিয়ে বাড়ি, গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন করে রেপো রেট কমানোর ঘোষণা করতে পারে, যার ফলে আরও ইএমআই কমানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে।
সুদের হার কমাতে পারে RBI
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান অর্থনৈতিক সূচকগুলি রেপো রেট কমানোর সুযোগের ক্ষেত্রে প্রতিকূল। তিনি বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভায় নেওয়া হবে। আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর এমপিসির বৈঠক হবে। কিন্তু তাঁর আগেই সঞ্জয় মালহোত্রার এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরবিআই গভর্নর ব্যাখ্যা করেছেন যে অক্টোবরের বৈঠকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আরও সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে, তাই আসন্ন বৈঠকে উল্লেখযোগ্য ঘোষণা হতে পারে। উল্লেখ্য যে, এমপিসি ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ১০০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছিল, যেখানে আগস্ট এবং অক্টোবরে রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখা হয়েছিল।
মধ্যবিত্তদের জন্য সুখবর
বিশেষজ্ঞরা ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানোর পূর্বাভাস দিচ্ছেন। এই সম্ভাব্য হ্রাসের পেছনের মূল কারণ হলো অক্টোবরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মুদ্রাস্ফীতি রেকর্ড সর্বনিম্ন ০.২৫ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ১.৪৪ শতাংশ। উল্লেখযোগ্য রেপো রেট কমানোর বিষয়ে গভর্নর বলেন যে RBI-এর প্রাথমিক লক্ষ্য মূল্য স্থিতিশীলতা এবং দ্বিতীয় লক্ষ্য হল প্রবৃদ্ধিকে সমর্থন করা। অতএব, ব্যাংক আক্রমণাত্মক বা সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করবে না।