ইন্ডিয়া হুড ডেস্ক: কেন্দ্রীয় সরকার হোক অথবা রাজ্য সরকার, সরকারী কর্মীদের জন্য একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানা উদ্যোগ নিয়ে থাকে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার একধাক্কায় প্রায় ৪ শতাংশ DA বৃদ্ধি করে দিয়েছিল। যেখানে আগে ৪৬ শতাংশ DA মিলত, সেখানে বর্তমানে ৫০ শতাংশ হারে DA মিলছে। শুধু তাই নয়, একাধিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। তবে সম্প্রতি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট নিয়ে এক বড় সিদ্ধান্ত সামনে উঠে এসেছে।
সূত্রের খবর কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সরকার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের লিঙ্ক করানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও গত মার্চ মাসে স্বাস্থ্য মন্ত্রক এর তরফ থেকে জানানো হয়েছিল যে আগামী ৩০ জুনের মধ্যে CGHS ID এর সঙ্গে ABHA-র নম্বর লিঙ্ক করতে হবে। আর সেই লিঙ্ক করানো নিয়ে উঠে এসেছে এক ঝাঁক প্রশ্ন। এর নেপথ্যে সরকারের কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও বেশ জল গড়িয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি ঘিরে জোর জল্পনা
আর এই জল্পনার মাঝেই স্বাস্থ্য মন্ত্রক আরও এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ABHA অ্যাকাউন্টের সাথে CGHS রেকর্ডগুলি লিঙ্ক করা নিয়ে প্রচুর ভুল তথ্য উঠে এসেছে রেকর্ডে। যার দরুন নানা অসুবিধার সৃষ্টি হয়েছে। যদিও এটি ‘আধার’-এর উপর ভিত্তি করে একটি অনন্য স্বাস্থ্য ID। তাই সেক্ষেত্রে ABHA এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ, আধার ভল্ট এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ না করে সিস্টেমে ‘আধার’ বিবরণ সংরক্ষণ করা যাবে না। পাশাপাশি এই লিঙ্কের ফলে CGHS সুবিধাভোগীরা তাঁদের মোবাইল ফোনেই নিজেদের স্বাস্থ্য রেকর্ড অ্যাক্সেস করতে পারবেন। এবং প্রচুর অর্থ সাশ্রয় হবে।
আরও পড়ুনঃ DA বাড়লেও বকেয়া পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মজুরি! প্রকাশ্যে ভয়ংকর তথ্য
স্বাস্থ্য মন্ত্রকের মতে, যেখানে স্বাস্থ্য রেকর্ড রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সেখানেই আয়ুষ্মান ভারত অ্যাকাউন্টকে ব্যবহার করা হচ্ছে। তাই এই লিঙ্ক করানোর সঙ্গে সরকারের কোনও আর্থিক পরিকল্পনা জড়িয়ে নেই। পাশাপাশি এই উদ্যোগের ফলে প্রজনন ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ, ই-সঞ্জীবনী, PMJAY-র মতো সরকারি স্বাস্থ্য কর্মসূচিতে চালু করা হচ্ছে।