টোটো রেজিস্ট্রেশন নিয়ে চরম বিভ্রাটে চালক ও মালিকরা, ধুন্ধুমার কাণ্ড চুঁচুড়ায়

Toto Registration

সৌভিক মুখার্জী, চুঁচুড়া: অবৈধ টোটো রুখার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়েছে টোটো রেজিস্ট্রেশন (Toto Registration)। এবার থেকে নম্বর প্লেট ছাড়া আর কোনও টোটোকে রাস্তায় উঠতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে। তবে সেই টোটো রেজিস্ট্রেশন নিয়েই এবার হুগলির চুঁচুড়ায় শুরু হল ধুন্ধুমার কাণ্ড। টোটো এবং ই-রিক্সা রেজিস্ট্রেশন নিয়েই প্রবল বিভ্রান্তি। নেপথ্যে কী কারণ?

জানা গিয়েছে, এদিন পরিবহন দপ্তরের তরফ থেকে আলোচনা সভা বসার কথা ছিল। তবে সেই সভা নির্ধারিত দিন না বসার কারণেই ক্ষোভে ফেটে পড়েছে টোটো চালক এবং মালিকরা। গত সোমবার মাইকিং করে প্রচার করা হয়েছিল যে, মঙ্গলবার অর্থাৎ তার পরের দিনই চুঁচুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ক্যাম্প করে এই আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা হবে। তবে আদতে তা হয়নি।

নির্ধারিত দিনে হল না আলোচনা

প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার সকালে বহু টোটো চালক এবং মালিকরা চুঁচুড়া রেলস্টেশন সংলগ্ন ওই এলাকায় উপস্থিত হন। তবে সেখানে গিয়ে দেখা যায় কোনওরকম পরিকাঠামো তৈরি নেই। এমনকি কোনও মঞ্চ বা রেজিস্ট্রেশন কাউন্টারও নেই সেখানে। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে টোটো চালক এবং মালিকরা। কিছুক্ষণ পর এনভিআই-এর এক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তবে তিনিও সেখানে অপ্রস্তুত অবস্থাতেই ছিলেন। যদিও তাদের চাপে পড়ে রাস্তার মাঝেই কিছু দিকনির্দেশনা দিতে থাকেন তিনি। কিন্তু টোটো চালকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপর তিনি জানান যে, কোনও অসুবিধা থাকলে সরাসরি আরটিও দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে।

একথা শুনে আরও সমস্যায় পড়েন টোটো চালক এবং মালিকরা। তারা দাবি করছে, সরকারের নির্দেশিকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করার জন্য টাকা নেওয়া হচ্ছে, যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব। এমনকি দুই বছরের মধ্যে টোটো বদলানোর মতো নিয়ম চালু করা হয়েছে, যা মেনে নেওয়া সত্যিই অসম্ভবপর। সেই কারণেই তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা। অনেকেই ভেবে পাচ্ছেন না যে রেজিস্ট্রেশন করবেন নাকি করবেন না। এমনকি অনেকে কীভাবে তা করবেন এবং কত টাকা লাগবে সেই সম্পর্কে কোনও তথ্যই জানেন না।

আরও পড়ুনঃ বিদেশি পর্যটক আকর্ষণে দ্বিতীয় স্থানে বাংলা! কেন্দ্রের রিপোর্ট তুলে ধরলেন মমতা

এ বিষয়ে স্থানীয় এক টোটো চালককে জিজ্ঞাসা করা হয় যে মিটিং হল কিনা, তখন তিনি বলেন, আরটিও থেকে লোক এল। কিন্তু তিনি কোনও প্রশ্ন করা করলে উত্তর দিতে পারছিলেন না। আদৌ মিটিংটা হল কিনা আমরা বুঝতে পারছি না। আমরা এখন কী করব? কোনও কূলকিনারা খুঁজে পাচ্ছি না। রেজিস্ট্রেশন কীভাবে করব তাও জানি না। আর এ নিয়েই এখন টোটো চালকদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা।

Leave a Comment