বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফোনের জগতে অতি পরিচিত নাম নোকিয়া। একটা সময়ে উন্নত প্রযুক্তির নতুন নতুন ফোন বানিয়ে ভারতের বাজারে চমক দিয়েছিল এই সংস্থা। এবার সেই নোকিয়ার সাথেই হাত মেলালো রেলটেল। আসলে সংস্থাটির ন্যাশনাল লং ডিস্ট্যান্স এবং মেট্রো অপটিক্যাল নেটওয়ার্ককে আধুনিক করে তুলতেই বিশেষ চুক্তিতে (RailTel Nokia Partnership) পা বাড়িয়েছে এই দুই কোম্পানি । ANI এর একটি সূত্র মারফত খবর, এই বিশেষ চুক্তির ফলে দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি এবং নেটওয়ার্ক আরও উন্নত হবে। বাড়বে ভারতীয় ইন্টারনেটের গতিও।
বড় লক্ষ্য নোকিয়ার
রিপোর্ট বলছে, ভারতীয়দের ইন্টারনেট সংক্রান্ত অভিজ্ঞতাকে বদলে দিতে পুরনো DWDM পরিকাঠামো বদলে ব্যবহার হচ্ছে নোকিয়া অ্যাডভান্সড 1830 ফটো নিক সার্ভিস সুইচ প্রযুক্তির। এর দরুন প্রতি বিট ডেটা পরিবহনের খরচ যেমন কমবে তেমনই নেটওয়ার্কের শক্তিও অনেকটাই বাড়বে। সব মিলিয়ে, ভারতীয় ইন্টারনেটের গতি নতুন মাত্রা নেবে সেটা বলাই যায়। তাছাড়াও এতদিন ধরে যেইসব ফাইবার স্পেকট্রামের ব্যবহার হয়নি এবার সেগুলিকেই কাজে লাগানো হতে পারে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
বিশেষজ্ঞ মহলের দাবি, নোকিয়া এবং রেলটেলের নতুন চুক্তির ফলে ভারতীয় ইন্টারনেটের গতি আদতেই বাড়বে। এই চুক্তির অধীনে আপগ্রেডেশনের অংশ হিসেবে দেশের প্রধান শহরগুলির মধ্যে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যামডা রুট চালু করা হবে। সেই মসৃণ পথ দিয়েই চলাচল করবে ডাটা বা ইন্টারনেট। রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ আপগ্রেডেশনের ফলে লাভবান হবেন রেলটেল এন্টারপ্রাইজ এবং ব্রডব্যান্ড গ্রাহকরা।
অবশ্যই পড়ুন: হাওড়া থেকে দিল্লি বন্দে ভারত স্লিপার! ১৫ ঘণ্টারও কমে সফর সম্পূর্ণ, কবে থেকে চলবে?
এ প্রসঙ্গে রেলটেলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন, “অপটিক্যাল ট্রান্সপোর্ট সিস্টেম এবং CG NAT আধুনিকীকরণের জন্য এই চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। নোকিয়ার সাথে হাত মেলানোর পর তাদের প্রযুক্তির দৌলতে আমরা আমাদের গ্রাহকদের আরও দ্রুত পরিষেবা দিতে পারব।” রিপোর্ট বলছে, রেলটেলের গ্রাহকদের ইন্টারনেট সংক্রান্ত কোনও অভিযোগ তুলতে দেবে না নোকিয়া। নোকিয়া বলছে, তাদের 7750 সার্ভিস রাউটার এন্টারপ্রাইজ হাই স্পিড ট্রাফিক সহজেই নিয়ন্ত্রণ করে নেবে। পাশাপাশি ভারতে ইন্টারনেটের ব্যাপক চাহিদা পূরণ করতে রেলটেলকে সব রকম ভাবে সাহায্য করবে তারা।