বিক্রম ব্যানার্জী, কলকাতা: আই লিগে সুযোগ পেতেই তার সদ্ব্যবহার করতে উঠেপড়ে লেগেছে বাংলার দল ডায়মন্ড হারবার এফসি। কেননা, আই লিগে সেরা পারফরমেন্স দেখাতে পারলেই দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ অর্থাৎ ISL-এ যোগ্যতা অর্জন করতে পারবে অভিষেক ব্যানার্জির দল (Diamond Harbour FC)।
তাই ইন্ডিয়ান সুপার লিগে জায়গা করতে এবার নাওয়া খাওয়া বাদ দিয়ে দল গোছাচ্ছে ডায়মন্ড হারবার। এরই মাঝে শোনা গেল বড় খবর। সূত্র বলছে, বুধবার দল গঠনের আবহে হঠাৎ ভারতীয় ফুটবলের তুখোড় গোলরক্ষক তথা ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন রক্ষা কর্তার ভূমিকায় থাকা মিরশাদ মিচুকে দলে নিল ডায়মন্ড হারবার।
বুধবারই বাংলার দলে যোগ দিলেন মিরশাদ
দীর্ঘদিন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলা তারকা গোলরক্ষক মিরশাদকে এবার দলে টেনে নিল ডায়মন্ড হারবার এফসি। জানা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় গত মরসুমে নর্থ ইস্টের হয়ে ডুরান্ড জেতা ফুটবলারকে শিবিরে নিল অভিষেকের দল। যদিও ইতিমধ্যেই মিশাদের সাথে চুক্তি শেষ হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের।
নর্থইস্টে অনবদ্য ফুটবল দেখিয়েছিলেন মিরশাদ
2021-22 মরসুমে ভারতের অন্যতম জনপ্রিয় দল নর্থ ইস্টে যোগ দিয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ রুখে দিয়েছিলেন মিচু। আগেই জানানো হয়েছে, গত সিজেনে নর্থইস্ট ইউনাইটেডের হয়েই ডুরান্ড কাপ কাঁধে তুলেছিলেন এই তারকা।
বলে রাখি, 2021 সাল থেকে যাত্রা শুরু করে অবশেষে 2025 বর্ষে পৌঁছে মিচুর সাথে চুক্তি শেষ হয়েছে নর্থ-ইস্টের। ফলত, এবার সেই সূত্র ধরেই সমস্ত চিন্তা ভুলে বাংলার দল ডায়মন্ড হারবারে পাড়ি জমিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ইন্ডিয়ান সুপার লিগের মতো বড় টুর্নামেন্টে জায়গা করতে মিচুকে প্রয়োজন ছিল ডায়মন্ড হারবারের। তবে অবশেষে সেই প্রয়োজন মিটল। বুধবারই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন গোলরক্ষক হিসেবে মিচুর আগমনের খবর জানিয়ে দেয় ডায়মন্ড হারবার এফসি।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টে থাকছেন না বুমরাহ! টিম ইন্ডিয়ায় অভিষেক হবে ২৬ বছরের তরুণের
দীর্ঘদিন খেলেছেন ইস্টবেঙ্গলেও
বাংলার দল ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেওয়ার আগে কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন নিজের দক্ষতা প্রমাণ করেছেন মিরশাদ। জানিয়ে রাখি, 2017-21 মরসুম অর্থাৎ নর্থ ইস্টে যোগ দেওয়ার আগে লাল হলুদ জার্সিতে খেলে গিয়েছেন দক্ষিণী রাজ্যের এই গোলরক্ষক। যদিও ইস্টবেঙ্গলের হয়ে মাত্র 13 ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন মিচু। যার মধ্যে আই লিগ ও ISL মিলিয়ে মোট 10টি ম্যাচ রয়েছে।