আবার হাঁটুতে চোট, ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

Neymar Injury Uncertainty over 2026 Fifa World Cup play

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের চোটের ফাঁপরে ব্রাজিলিয়ান স্টার নেইমার। জানা যাচ্ছে, আবারও বাম হাটুতে জোরালো চোট পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার (Neymar Injury)। যার কারণে আপাতত দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, চোট গুরুতর হওয়ায় এই মুহূর্তে মাঠে ফেরার সম্ভাবনা নেই নেইমারের। আর সেটা হলে 2026 ফিফা বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হওয়া সংশয় আপতত কাটবে না।

চোট কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের

চোট আর নেইমার নাম দুটো যেন একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তার প্রমাণ বারবার পেয়েছেন নেইমার ভক্তরা। এই ব্রাজিলিয়ান ফুটবলারের কেরিয়ারে চোট যেভাবে আসর কেটে বসেছে তাতে নিজের সর্বস্ব দিয়ে কোনও দলের হয়েই খেলতে পারেননি তারকা ফুটবলার। সম্প্রতি বার্সেলোনা ছাড়ার পর থেকে নেইমারের চোট যন্ত্রণা বেড়েছে। বিগত দিন গুলিতে একের পর এক চোটের কারণে আল হিলাল থেকে, পিএসজি কোনও দলের হয়ে নিজেকে উজাড় করে দিতে পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।

সম্প্রতি নিজের পুরনো দলে ফিরেও দফায় দফায় চোট পেয়েছিল তাঁকে। সম্প্রতি বাম হাঁটুতে মেনিসকাস চোট পেয়েছিলেন নেইমার। গত 20 নভেম্বর ব্রাজিলিয়ান সিরি আ তে মিরাসলের বিপক্ষে খেলার সময় ফের বাম পায়ের হাঁটুতে চোট পান ফুটবলার। যার কারণে গত মঙ্গলবার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয় তাঁর। সেই সমস্যাই এখন ভোগাচ্ছে নেইমারকে। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফুটবলারের অবস্থা যা তাতে এখনই মাঠে নামা সম্ভব নয়। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলিতেও খেলতে পারবেন না তিনি। এই খবরের পরই জল্পনা বেড়েছে, তাহলে কি আসন্ন বিশ্বকাপেও খেলা হবে না নেইমারের? আপাতত সেই উত্তর অধরা।

অবশ্যই পড়ুন: গম্ভীরের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ ভারত, মুখ খুললেন শুভমন!

উল্লেখ্য, শেষবারের মতো উরুগুয়ের বিরুদ্ধে 2023 সালের বিশ্বকাপে খেলেছিলেন নেইমার। তবে সেখানেও চোট তাঁকে একা ছাড়েনি। উরুগুয়ের ম্যাচে বাম হাঁটুর এসিএল ছিড়ে যায় তাঁর। এরপর থেকে ফুটবল পায়ে দক্ষতা দেখানো একপ্রকার ভুলেই গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে সময় কাটানোর কারণে ব্রাজিল দলটা অনেকটাই অচেনা ঠেকেছে নেইমারের। নেইমারের দীর্ঘ চোট যন্ত্রণার সময়কালে অনেকটাই বদলেছে ব্রাজিল ফুটবল দলের চিত্র। বদলেছে কোচও। বদল এসেছে স্ট্র্যাটেজতেও। তবে সেই নতুন দলের হয়ে 2026 ফিফা বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা আপাতত সেটাই কোটি টাকার প্রশ্ন।

Leave a Comment