বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর চ্যাম্পিয়ন হওয়ার সব রকম চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আগাম প্রস্তুতি দেখে তা বোঝাই যাচ্ছে। চন্দ্রকান্ত পন্ডিত চলে যাওয়ার পর পরিচিত মুখ অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে KKR ম্যানেজমেন্ট। তাছাড়াও, সহকারি কোচ হিসেবে নাইট শিবিরে আসছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসন। একই সাথে নাইটদের বোলিং কোচ হয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি। সব মিলিয়ে, নিলামের আগেই প্রায় 60 শতাংশ দল গুছিয়ে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। তবে অধিনায়কের পাশাপাশি প্রশ্ন উঠছে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার পর কে হবেন KKR-র নতুন সহ অধিনায়ক (KKR New Vice Captain)?
কে হবেন KKR-র নতুন সহ অধিনায়ক?
গত 15 নভেম্বর, জল্পনায় সিলমোহর দিয়েই 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছে KKR। শুধু তাই নয়, 11 বছর পর বাদ পড়েছেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল সহ একাধিক পরিচিত মুখ। যদিও সেই সূত্রেই সবচেয়ে বেশি অর্থ পার্সে জমিয়ে রেখেছে কলকাতা। তবে নিলামে নামার আগে যে প্রশ্নটা নাইট ম্যানেজমেন্টকে একপ্রকার কুরে কুরে খাচ্ছে তা হল অধিনায়ক এবং সহ অধিনায়ক কাকে করা যায়? নাইটদের সম্ভাব্য অধিনায়ক নিয়ে আগেই দু একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম আমরা। এবার আসা যাক সহ অধিনায়কের প্রসঙ্গে।
2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, কলকাতার অধিনায়কের দায়িত্ব অজিঙ্কা রাহানের হাতে ছেড়ে সহ অধিনায়কের চেয়ারে বসানো হয়েছিল ভেঙ্কটেশকে। তবে ব্যাট হাতে নিজের দক্ষতা প্রদর্শন করতে পারেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়তে হল দল থেকে। সেক্ষেত্রে প্রশ্ন আইয়ার তো নেই, এবার নাইটদের সহ অধিনায়ক কে হবেন? বেশ কয়েকটি সূত্র বলছে, অধিনায়কের মতোই সহ অধিনায়ক স্লটের জন্য নিলাম থেকে দক্ষ প্লেয়ারের খোঁজ করবে নাইট ম্যানেজমেন্ট। তবে যদি সেটা না হয় অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে যদি বিকল্প মুখ পাওয়া না যায় সে ক্ষেত্রে নাইট শিবিরের পুরনো অলরাউন্ডার সুনীল নারিনে ভরসা রাখতে পারে শাহরুখ খানের দল।
অবশ্যই পড়ুন: গম্ভীরের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ ভারত, মুখ খুললেন শুভমন!
বলে রাখি, অজিঙ্কা রাহানে যদি আবার নতুন করে অধিনায়ক হন সেক্ষেত্রে নাইট শিবিরে থাকা সুনীলের উপর সহ অধিনায়কের দায়িত্ব যেতে পারে। তবে শেষ পর্যন্ত যদি সুনীল এই দায়িত্ব নিতে না চান কিংবা অন্য কোনও কারণে ক্যারিবিয়ান তারকা যদি সহ অধিনায়কের দায়িত্ব না পান তবে সেক্ষেত্রে বিকল্প মুখ হিসেবে রিঙ্কু সিংকে সহ অধিনায়কের আসনে বসাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে এটা তখনই সম্ভব হবে যখন, সুনীল নারিন নাইটদের সহ অধিনায়ক হতে অস্বীকার করবেন।