৩৭ বলে ১১৯ রান! বৈভব সূর্যবংশীর থেকেও বিধ্বংসী ব্যাটার পেল ভারত

Vaibhav Sooryavanshi failed in Bihar match but an Indian cricketers set century in just 31 balls

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমে উঠেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির আসর। আর এই ঘরোয়া ক্রিকেটেই নিজেদের জাত চেনাচ্ছেন ভারতের পরিচিত মুখেরা। কেউ আবার ব্যাটে ঝড় তুলে হয়ে উঠছেন জনপ্রিয়। আর এসবের মাঝেই বুধবার, গুজরাত বনাম সামরিক বাহিনীর সার্ভিসেস ক্রিকেট দলের ম্যাচে ব্যাট হাতে কামাল দেখালেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের প্লেয়ার উর্ভিল প্যাটেল। গতকাল, একেবারে একার হাতে দায়িত্ব নিয়ে গুজরাতকে একতরফা ম্যাচ জেতান তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন মাত্র 37 বলে 119 রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির নিরিখে এগিয়ে রয়েছেন প্যাটেল। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি শেষ হয়ে গেল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দিন?

মাত্র 37 বলে দ্রুততম সেঞ্চুরি উর্ভিলের

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে, নির্ধারিত 20 ওভারে 182 রান তুলেছিল সেনাবাহিনীর দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিলেন আর্য দেশাই, প্যাটেলরা। এদিন আর্যর ব্যাট থেকে 60 রানের বড় ইনিংস উপহার পেয়েছিল দল। তবে পরে তিনি উইকেট হারালেও গুজরাতকে একতরফা জয় পাইয়ে দেন উর্ভিল। না বললেই নয়, বুধবার তাঁর ব্যাট থেকে মাত্র 37 বলে 119 রানের যোগদান পেয়েছিল গুজরাত। 10টি ছয় এবং 12টি চারে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন চেন্নাই তারকা। সবচেয়ে বড় কথা অপরাজিত থেকেই গুজরাতকে ম্যাচ জিতিয়েছেন তিনি।

সেনাবাহিনীর দলের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটের সেঞ্চুরি সমস্ত রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন মাহির দলের এই 27 বছর বয়সী প্লেয়ার। এর আগে 28 বলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও করেছিলেন তিনিই। কাজেই গতকালের সেঞ্চুরি ছিল ভারতীয় ক্রিকেটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ভারতীয় ক্রিকেটার উর্ভিলের এমন কামাল দেখে প্রশ্ন উঠছে বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে। অনেকেই বলছেন তাহলে কি বৈভবের দিন শেষের পথে?

 

অবশ্যই পড়ুন: ছিলেন বার্সেলোনাতেও! এখন মোহনবাগানের প্রধান কোচ তিনি, কে এই সের্জিও লোবেরা?

ঘরোয়া ক্রিকেটে চরম ব্যর্থতা বৈভবের!

চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার যেখানে মাত্র 37 বলে 119 রানের অপরাজিত ইনিংস খেলছেন সেই পর্বে দাঁড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই চন্ডিগড় এর বিপক্ষে ডাহা ফেল করলেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। গতকাল বিহার বনাম চন্ডিগড় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 157 তুলতে পেরেছিল সূর্যবংশীদের দল। এদিন বিহারের বৈভবের ব্যাট থেকে এসেছিল মাত্র 14 রান। তবে এর মধ্যেই দুটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। তবে অল্পরানে আউট হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে বৈভবের ব্যাটিং নিয়ে! আসলে সাম্প্রতিক কালে ঝড়ের গতিতে সেঞ্চুরি করা প্লেয়ার হঠাৎ মুখ থুবড়ে পড়ায় সমালোচনার ঝড় বেঁকে এসেছে তাঁর দিকে। তাতে একপ্রকার নতুন মাত্রা জুড়েছে প্যাটেলের সেঞ্চুরি।

Leave a Comment