মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, প্রকাশিত হল ডুরান্ড কাপের গ্রুপও

Published on:

east bengal mohun bagan

ইন্ডিয়া হুড ডেস্কঃ আগামীকাল ১৩ তারিখ শনিবার ইস্টবেঙ্গল, মোহনবাগানের ডার্বি ম্যাচ। তাঁর আগেই তপ্ত হয়েছে ময়দান। আর এবার কারণ হল ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। সবুজ মেরুনের ৪ নং জার্সি পরে মাঠে নামতেন আনোয়ার। এবার আর তাকে ওই জার্সিতে দেখা যাবে না। কারণ তিনি নাকি রাতারাতি সই করেছেন ইস্টবেঙ্গলে। আর এই কারণে মোহনবাগানও শেষ দেখার হুঙ্কার দিয়েছে।

তবে দুই প্রতিপক্ষের ডার্বি ম্যাচের আগে আনোয়ার আলি ছাড়াও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফে সিএফএল স্কোয়াডে একাধিক সিনিয়র ফুটবলারের নাম যুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, ডার্বির আগে দেবজিৎ মজুমদার, ভিপি সুহেরের মতো অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের স্কোয়াডে যুক্ত করেছে ইস্টবেঙ্গল। তবে শুধু এদের দুজনাকেই নয়, পিভি বিষ্ণু ও ডেভিড লালহ্লানসাঙ্গাকেও সিএফএল স্কোয়াডে রাখা হয়েছে। ইস্টবেঙ্গল এমন সিদ্ধান্ত নিলেও মোহনবাগান কিন্তু তাঁদের রিজার্ভ প্লেয়ারদের উপরেই ভরসা রাখছে।

WhatsApp Community Join Now

প্রকাশিত হল ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস

অন্যদিকে, প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। মোট ছয়টি গ্রুপে ২৪টি দলকে ভাগ করা হয়েছে। আর একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। কলকাতার এই দুই বড় দল ছাড়াও গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় বিমানবাহিনী ও ডাউনটাউন হিরোজ।

ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস

আরও পড়ুনঃ চরম নাটক, রাতারাতি ইস্টবেঙ্গলে সই আনোয়ারের! জেনে যা করছে মোহনবাগান, কাঁপবে ময়দান

গ্রুপ এ: ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভারতীয় বিমানবাহিনী, ডাউনটাউন হিরোজ়।
গ্রুপ বি: বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী, ভারতীয় নৌবাহিনী, মহমেডান।
গ্রুপ সি: কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, পঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স।
গ্রুপ ডি: জামশেদপুর, চেন্নাইয়িন, ভারতীয় সেনা, বাংলাদেশ সেনা।
গ্রুপ ই: ওড়িশা, নর্থইস্ট, বোড়োল্যান্ড, বিএসএফ।
গ্রুপ এফ: গোয়া, শিলং লাজং, হায়দরাবাদ, ত্রিভুবন আর্মি।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন