সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর অর্থাৎ ২০২৬ সালে কতদিন ছুটি থাকবে বাংলায়? তার একটি তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বছরের প্রথম দিন থেকেই ছুটি শুরু হবে। জানুয়ারিতে ৫টি ছুটি থাকবে। পুজোর মরশুমেও একটানা ছুটি থাকবে। নবান্নের তরফে জারি করা তালিকা (Nabanna 2026 Holiday List) অনুযায়ী, শুধুমাত্র অক্টোবর মাসেই ১২টি ছুটি থাকবে।
রাজ্যে কতদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা?
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (অডিট) বিভাগ, আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। ২৭ নভেম্বর, ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নং ৪১৮৮-F(P2) অনুসারে, সরকারি এবং রাজ্য ছুটির সম্পূর্ণ সময়সূচী ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মোট ৫১টি ছুটির তালিকা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে তালিকা ১ এবং তালিকা ২ (এনআই আইনের অধীনে ছুটি এবং রাজ্য ছুটি) অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে নেতাজির জন্মবার্ষিকী এবং সরস্বতী পুজো ২৩ জানুয়ারী (শুক্রবার) রয়েছে। অপরদিকে শ্রমিক দিবস এবং বুদ্ধ পূর্ণিমা ১ মে (শুক্রবার) পড়েছে।
২০২৬ সালের ছুটির তালিকা
- ২২ জানুয়ারি- সরস্বতী পুজোর আগের দিন (বৃহস্পতিবার)
- ৪ ফেব্রুয়ারি- শবে বরাত (বুধবার)
- ১৪ ফেব্রুয়ারি- পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী (শনিবার)
- ৪ মার্চ- হোলি, দোলযাত্রার পরদিন (বুধবার)
- ১৭ মার্চ- হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী (মঙ্গলবার)
- ২০ মার্চ- ইদ-উল-ফিতরের আগের দিন (শুক্রবার)
- ২৬ মে- ইদুজ্জোহার আগের দিন (মঙ্গলবার)
- ১৬ জুলাই- রথযাত্রা (বৃহস্পতিবার)
- ২৬ অগস্ট- ফাতেহা-দোয়াজ়-দাহাম (বুধবার)
- ২৮ অগস্ট- রাখিবন্ধন (শুক্রবার)
- ১৭ সেপ্টেম্বর- বিশ্বকর্মা পুজো (বৃহস্পতিবার)
- ৯ নভেম্বর ও ১০ নভেম্বর- কালীপুজো (অতিরিক্ত ছুটি) (সোমবার) এবং (মঙ্গলবার)
- ১২ নভেম্বর- ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন (বৃহস্পতিবার)
- ১৬ নভেম্বর- ছটপুজোর অতিরিক্ত ছুটি (সোমবার)
দুর্গাপুজোতে কতদিন ছুটি থাকবে?
১০ অক্টোবর: মহালয়া
১৫ অক্টোবর: চতুর্থী
১৬ অক্টোবর: পঞ্চমী
১৭ অক্টোবর: ষষ্ঠী
১৮ অক্টোবর: সপ্তমী
১৯ অক্টোবর: অষ্টমী
২০ অক্টোবর: নবমী
২১ অক্টোবর: দশমী
এদিকে আবার কিছু ছুটি কিন্তু রবিবার পড়ে যাওয়ায় নষ্টও হয়েছে বটে। রইল তালিকা…
শিবরাত্রি: রবিবার, ১৫ ফেব্রুয়ারি
দুর্গা সপ্তমী: রবিবার, ১৮ অক্টোবর
লক্ষ্মী পূজা: রবিবার, ২৬ অক্টোবর
কালী পূজা: রবিবার, ৮ নভেম্বর
ছট পুজো: ১৫ নভেম্বর, রবিবার
বিরসা মুন্ডার জন্মদিন: রবিবার, ১৫ নভেম্বর