১ ডিসেম্বর থেকে বাংলায় দাম বাড়বে মদের! কোন ব্র্যান্ডে কত? দেখুন তালিকা

Alcohol Price in West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে মদের দাম (Alcohol Price in West Bengal)। ইতিমধ্যেই এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর একটি নোটিশ জারি করেছে। সেই অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম দিন থেকে শুধুমাত্র বিয়ার বাদে প্রত্যেকটি ব্র্যান্ডের মদের দাম অনেকটাই বাড়বে। তবে কোন ব্র্যান্ডের উপর কতটা প্রভাব পড়ছে? জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।

কোন মদের দাম কতটা বাড়বে?

আবগারি দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এবার থেকে যেকোনও বিদেশি ব্র্যান্ডের মদের ক্ষেত্রে ৭৫০ এমএল বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। সে হুইস্কি হোক বা রাম কিংবা ভদকা, প্রত্যেকটি ব্র্যান্ডের উপরেই পড়বে প্রভাব। এর পাশাপাশি আমরা যেটিকে নিপ বা ১৮০ এমএল হিসাবে জানি, সেই বোতল প্রতি ১০ টাকা করে দাম বাড়ানো হবে। ইতিমধ্যেই দেশীয় এবং অন্যান্য লাইসেন্সধারী মদের ক্ষেত্রে ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শুধুমাত্র বিয়ার এই তালিকায় পড়ছে না। অর্থাৎ, বিয়ারপ্রেমীরা পাবে বিরাট স্বস্তি।

আরও পড়ুনঃ বাংলাদেশের থেকেও খারাপ, ১১ মাসে ৪.৩% পতন ভারতীয় রুপির! কী কারণে বেহাল দশা?

বলাবাহুল্য, আবগারি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হওয়ার আগে অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত আগের দামেই মদ বিক্রি করতে হবে বিক্রেতাদের। কিন্তু ওইদিন পেরিয়ে গেলে আর পুরনো মূল্যে বিক্রি করা যাবে না। আর নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমনকি বিক্রিতে নিষেধাজ্ঞা থেকে শুরু করে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মদের কাউন্টারে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে এবং নতুন তালিকা পাঠানোর কাজ শুরু হয়েছে। এছাড়া সাধারণ ক্রেতাদের মধ্যেও খুব তাড়াতাড়ি এই নতুন মদের দাম জানিয়ে দেওয়া হবে বলে আবগারি দপ্তর সূত্রে খবর।

বিপুল রাজস্ব সংগ্রহ হবে রাজ্যের

উল্লেখ্য, এই মদের দাম বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে। এমনটাই দাবি করছে আবগারি দপ্তর। রাজ্য সরকারি আধিকারিকরা এই রাজস্ব বৃদ্ধির জন্য আবগারি সংস্কারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে। এর ফলে মদের গুদাম থেকে খুচরো বিক্রেতা, সমস্ত স্তরের সেলারদের এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। তাই আগামী ১ ডিসেম্বর থেকে মদ কিনতে গেলে পকেট থেকে বাড়তি পয়সা গর্চা যাবে।

Leave a Comment