কলকাতার গীতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা! যাবেন মুখ্যমন্ত্রী? ফিরহাদ বললেন …

Gita Recitation Programme

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন! আর সেই নির্বাচনকে ঘিরে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলি, চড়ছে রাজনীতির পারদ। আর এই আবহে ফের গীতাপাঠের আয়োজনে (Gita Recitation Programme) মেতে উঠল বিজেপি প্রভাবিত সনাতন সংস্কৃতি সংসদ। পাঁচ লক্ষ কণ্ঠে আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে হবে এই গীতাপাঠ। এই নিয়ে তৃতীয়বার গীতাপাঠের আয়োজন করা হচ্ছে। এদিকে সেই মেগা অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গীতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা

সম্প্রতি গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক তথা রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেখানে সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমরা ২ দিন আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার এবং লোকসভার স্পিকারকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হবে। গতবার আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সব বিধানসভা সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকেও আমন্ত্রণ জানানো হবে। সমাজের প্রতিটিস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হবে।” জানা গিয়েছে এবারের গীতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হবে বাংলার কলাকুশলীদেরও।

কী বলছেন ফিরহাদ হাকিম?

হাতে খুবই অল্প সময় বাকি, তাই ব্রিগেডের ময়দানে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য রীতিমত বেশ ব্যস্ততার মধ্যেই থাকতে হচ্ছে আয়োজকদের। এদিকে ৭ ডিসেম্বর ব্রিগেডে আমন্ত্রণ রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কিনা সেই নিয়ে এবার মেয়র ফিরহাদ হাকিমের কাছে প্রশ্ন রাখলেন সাংবাদিকরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, “এটা নিয়ে আমি আর কী বলব। গীতাপাঠ নিয়ে আমার কোনও মন্তব্য নেই। আমি এই বিষয়ে চর্চা করব না। কোনওকিছু বলতেও পারব না।” এমনকি মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস নিয়েও তিনি বলেন, “বাংলায় একসঙ্গে সবাই থাকে। এখানকার মানুষ রামকৃষ্ণদেবের যত মত তত পথের বাণী মেনে চলে।”

আরও পড়ুন: চোখের পর এবার বাচ্চা চুরির অভিযোগ সরকারি হাসপাতালে! হুলুস্থুল কাণ্ড আরামবাগে

প্রসঙ্গত, এর আগে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে বিজেপি নেতা-নেত্রীদেরও দেখা গিয়েছিল। আয়োজকরা দাবি জানিয়েছিলেন যে, এক লক্ষের অনেক বেশি মানুষ ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবার ছাব্বিশের নির্বাচনের আগে আরও বড় পরিসরে গীতাপাঠের কর্মসূচি আয়োজন করা হচ্ছে। ভোটের আগে এই গীতাপাঠ কর্মসূচিকে বিজেপি হাতিয়ার করতে চাইছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে।

Leave a Comment