UAE-র নামে ভারতে পণ্য পরিবহন, খোঁজ পেয়েই পাকিস্তানের বিপুল টাকার পণ্য বাজেয়াপ্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর এবার নভি মুম্বইয়ের নাভা শেভা বন্দরে 1,115 মেট্রিক টন ওজনের পাকিস্তানি পন্য বহনকারী 39টি কন্টেইনার বাজেয়াপ্ত করেছে (DRI Seizes Pakistani Goods)। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই কন্টেনারগুলিতে অন্তত 9 কোটি টাকা মূল্যের পাকিস্তানি পন্য ছিল। যেগুলি মূলত দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত হয়ে ভারতে পাঠানো হয়।

অপারেশন ডিপ ম্যানিফেস্ট চালিয়েই সাফল্য

জানা যাচ্ছে, ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের আধিকারিকরা অপারেশন ডিপ ম্যানিফেস্ট নামক অভিযান চালিয়েই ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃতীয় দেশগুলির মধ্যে দিয়ে আসা পাকিস্তানি পন্য গুলির অবৈধ আমদানি হাতেনাতে ধরেছে। যে খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছে দেশের অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য

বৃহস্পতিবার ভারতে আসা অবৈধ পাকিস্তানি পণ্যগুলি জব্দ করার খবর পেতেই ভারতের অর্থ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভারতে পাকিস্তানী পণ্যের আমদানি পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু তা সত্বেও সরকারি আইন লঙ্ঘন করে সংযুক্ত আরব আমিরাতের মতো তৃতীয় দেশের হাত ধরে পরোক্ষভাবে ভারতে যে পাক পণ্য পাঠানো হয়েছে তা পুরোপুরি নিয়ম বিরুদ্ধ এবং বেআইনি। এই ঘটনায় ইতিমধ্যেই আমদানিকারক সংস্থার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অবশ্যই পড়ুন: ভারত চোখ রাঙাতেই পথে এল বাংলাদেশ! চিন, পাকিস্তানের সাথে জোট নিয়ে এবার উল্টো সুর

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় অর্থ মন্ত্রণালয় নাকি এও জানিয়েছে, দুটি পৃথক ক্ষেত্রে, নাভা শোভা বন্দরে ওই পাকিস্তানি পন্যগুলির চালান জব্দ করেছে রাজস্ব অধিদপ্তরের আধিকারিকরা। মন্ত্রণালয় বলে, একেবারে অসৎ উপায়ে ওই চালানগুলিকে আরব আমিরাতে উৎপাদিত বলেই দাবি করা হয়েছিল। কিন্তু আদতে ওই পণ্যগুলি পাকিস্থানের। আর তা জানতে পেরেই তড়িঘড়ি প্রায় 9 কোটি টাকার পণ্য জব্দ করে দেশের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কর্মীরা।

Leave a Comment