সোনা থেকে মোবাইল বাজেটে সস্তা হল যেই জিনিসগুলি, দাম বাড়ল কীসের কীসের?

Published on:

2024 budget

ইন্ডিয়া হুড ডেস্ক: চলতি বছর জুন মাসে তৃতীয়বার দিল্লির মসনদে ক্ষমতা কায়েম করছে মোদী সরকার। আর এই তৃতীয়বার সরকার গঠনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ পেশ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর মাধ্যমে। এর আগে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ করেছিলেন সীতারমণ। সেটা ছিল অন্তর্বর্তীকালীন বাজেট। আর এবার নির্মলা যে বাজেট পেশ করবেন, সেটা ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট।

সংসদের নির্ঘণ্ট অনুযায়ী, আজ , মঙ্গলবার অর্থাৎ ২৩ জুলাই সকাল ১১ টা থেকে সংসদে সীতারমণ এর বাজেট ভাষণ শুরু হয়েছিল। প্রায় দেড় ঘণ্টার বাজেট পেশ করা হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আগে যতবার বাজেট পেশ করেছে, ততবার লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। এবার সেটা নেই। অন্যদিকে এই বাজেটে ঢালাও এলাহি আয়োজন করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এর জন্য। বাজেটে একেবারে ‘উপহারের’ ঝুড়ি দিয়েছেন সীতারমণ। কারণ তৃতীয়বার মোদী সরকার গঠনের পিছনে সবচেয়ে বেশি এই দুটি রাজ্যের শাসক দলের সমর্থন ছিল।

WhatsApp Community Join Now

কোন কোন জিনিসের দাম বাড়ল এবং কমল?

প্রতিবার বাজেট পেশ করার সময় আমজনতার নজর থাকে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে। যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামি বদল আসতে পারে। এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

দাম বেড়েছে

  • প্লাস্টিক
  • পিভিসি ফ্লেক্স
  • সোলার প্যানেল

মূলত প্লাস্টিকজাত পণ্য, যেগুলি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, সেগুলির ব্যবহার কমানোই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের তরফে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবেই এই জিনিসগুলি মহার্ঘ্য হলে এর ব্যবহার কমবে। ফলে পরিবেশেও এর পজিটিভ প্রভাব পড়বে।

দাম কমেছে

  • মোবাইল
  • চার্জার
  • ক্যানসারের ৩ ওষুধ
  • এক্স রে মেশিন
  • সোনা, রূপা, প্ল্যাটিনাম
  • চর্মজাত পণ্য
  • ২৫টি খনিজ পদার্থ
  • বৈদ্যুতিন সামগ্রী

চলতি মরশুমে অত্যাধিক হারে বেড়ে গিয়েছে সোনা রুপোর দাম।তাই এবারের বাজেটে সোনা-রূপার গয়নার দাম কমানো কেন্দ্রের এক উল্লেখযোগ্য চমক। বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনা-রূপোয় বিনিয়োগ করা থেকে বিরত রাখছে। সেটাই এবার বদলানোর উদ্যোগ নিলেন নির্মলা। একই সঙ্গে ৩টি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। ফলে উপকৃত হবেন ক্যানসার আক্রান্তরা। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্য। আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন