বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ঘরোয়া ক্রিকেটে মঞ্চ মাতাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লেয়াররা। সম্প্রতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পা রেখে রেলওয়েসের ম্যাচে এক প্রকার জ্বলে উঠেছিলেন KKR র গতবারের অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাঁর জয়সূচক ইনিংস দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন নাইট ভক্তরা। এবার সেই ভারতীয় তারকাই শুক্রবারের ম্যাচে বিধর্বের বিরুদ্ধে একেবারে মুখ থুবড়ে পড়লেন। এদিন, দুই নম্বরে ব্যাট করতে এসে দ্বিতীয় বলে ডাক পেয়েছিলেন রাহানে। শূন্য রানে আউট হয়ে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল নাইট তারকাকে। আর তারপরই প্রশ্ন উঠছে, IPL 2026 এর আগে তাঁর এমন অবস্থা দেখে নাইট ম্যানেজমেন্ট কি অধিনায়কের দায়িত্ব দেওয়ার মতো ভুল করবে?
টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে লজ্জার রেকর্ড রাহানের
শুক্রবার, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকে হারিয়ে 192 রান তুলেছিল বিধর্ব। প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে জ্বলে উঠেছিল মুম্বই। এদিন অন্যান্য বারের মতোই রাহানের সাথে ওপেনিং করতে নেমেছিলেন তরুণ আয়ুষ মাত্রে। সেখান থেকেই শেষটাও করলেন তিনিই। গতকাল, 53 বলে 8টি ছয় এবং সম সংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে 110 রানের অপরাজিতা ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনির দলের আয়ুষ। যা মুম্বইকে জয় এনে দিয়েছিল। তবে দুঃখের বিষয়, এদিন দু’নম্বর বলেই শূন্য নিয়ে মাঠ ছেড়েছিলেন রাহানে।
বিদর্ভের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে ডাক পেতেই কলকাতা নাইট রাইডার্স তারকার নামের পাশে জুড়েছে এক লজ্জার রেকর্ড। অনেকেই হয়তো জানেন না, ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোট ছয় বার ডাক অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন নাইট স্টার। আর তাতেই নতুন লজ্জার রেকর্ড জুড়েছে তাঁর নামে। বলে রাখা ভাল, রাহানের পর পৃথ্বী শ এবং সূর্য কুমার যাদব যথাক্রমে 37 এবং 68টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে 5টি ডাক পেয়েছিলেন। তবে এসবের মাঝেই, নাইট তারকার শূন্যতে আউট হওয়া নিয়ে বেড়েছে জল্পনা।
অবশ্যই পড়ুন: মমতার ডাকে নবান্নে যাচ্ছেন না শুভেন্দু! কারণও জানালেন বিরোধী দলনেতা
KKR এর অধিনায়ক হবেন না রাহানে?
ঘরোয়া ক্রিকেটে যে খুব একটা খারাপ ছন্দে রয়েছেন তেমনটা নয়। গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জয়ের ম্যাচে 33 বলে 62 রান করেছিলেন অজিঙ্কা। তাতে আত্মবিশ্বাস বেড়েছিল নাইট শিবিরের। তবে শেষ পর্যন্ত শুক্রবার শূন্য রানে বিদায় নেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাঁর অধিনায়ক হওয়া নিয়ে বেড়েছে চর্চা। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ঘরোয়া ক্রিকেটের সাধারণ ম্যাচে এমন চূড়ান্ত ব্যর্থতা রাহানের অধিনায়ক হওয়ার রাস্তায় কাঁটা হতে পারে।
একাধিক রিপোর্ট দাবি করছে, IPL 2026 এর নিলাম থেকে একজন দক্ষ প্লেয়ারকে অধিনায়ক হিসেবে দলে টেনে নিতে চাইবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। কাজেই KKR র অধিনায়ক হওয়ার দৌঁড়ে আপাতত কিছুটা পিছিয়েই রয়েছেন এই ভারতীয় অভিজ্ঞ। তাতে নতুন মাত্রা যুগিয়েছে KKR র গতবারের সেনাপতি রাহানের শূন্য রানে আউট হওয়ার মতো বিষয়টি।