এই দুই শর্ত মানলে তবেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন রোহিত, বিরাট!

Will Rohit and Virat play in 2027 Cricket World Cup see two conditions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের পাঠ চুকিয়ে নেওয়ার পর বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে রয়েছেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেই মতোই, আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে দেখা মিলবে রোকো জুটির। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষে আসন্ন জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে পারে এই দুই পছন্দের তারকাকে। তাছাড়াও নামিবিয়া, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে। কিন্তু এরপর ফের কবে রোহিত, বিরাটকে ব্যাট হাতে দেখা যাবে, তার উত্তর নেই কারও কাছেই। এমতবস্থায় প্রশ্ন উঠছে, আদৌ 2027 ওয়ানডে বিশ্বকাপে (2027 Cricket World Cup) খেলবেন রোহিত এবং বিরাট? উত্তর দিলেন ভারতের বোলিং কোচ।

2027 বিশ্বকাপে খেলবেন রোহিত, বিরাট?

2027 ওয়ানডে বিশ্বকাপ এখনও ঢের দেরি। তাই এই দীর্ঘ সময়ের মধ্যে একদিনের টিকেট থেকে দুই মহাতারকা রোহিত, বিরাট অবসর নিয়ে নেবেন না তার নিশ্চয়তা নেই। মূলত সে কারণেই ভারতীয় ক্রিকেট ভক্তদের জিজ্ঞাস্য আদৌ কি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোকো জুটি? এ প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল জানিয়েছেন, তাঁর দৃঢ়বিশ্বাস রোহিত এবং বিরাট 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন। যদিও এ প্রসঙ্গে একটি শর্ত রেখেছেন ভারতের কোচ।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলি 2027 বিশ্বকাপে খেলবেন আমি এটা বিশ্বাস করি। তবে একদিনের বিশ্বকাপে খেলতে হলে দুজনকে ফিট থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্বকাপে খেলার সুযোগ করতে হলে দুজনকেই কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে।” বলাই বাহুল্য, আন্তর্জাতিক ওয়ানডেতে শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠ কাঁপিয়েছিলেন রোহিত এবং বিরাট। যদিও সেই আসরে হারতে হয়েছিল ভারতকে। তবে শেষ ওয়ানডের পর পরাজয় স্বীকার করলেও দুই পছন্দের তারকার হাত ধরে শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার একতরফা জয় দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভক্তরা।

অবশ্যই পড়ুন: আর KKR-র অধিনায়ক হবেন না রাহানে! লজ্জার রেকর্ড নাইট স্টারের

ক্রিকেট মহল বলছে, এই মুহূর্তে ওয়ানডেতে সাফল্যের জন্য রোহিত এবং বিরাটকে প্রয়োজন। এ বিষয়ে ভারতীয় বোলিং কোচ মরকেল একেবারে স্পষ্ট জানালেন, “অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না। তবে চাপের মুখে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তাঁরা ভাল মানের প্লেয়ার। যতদিন পর্যন্ত ওরা কঠোর পরিশ্রম করবে, ফিট থাকবে ততদিন ওরা অমূল্য।” এদিন ভারতীয় দলের কোচকে এও বলতে শোনা যায়, “আমি সর্বদা অভিজ্ঞতাকে সম্মান করি। দলে অভিজ্ঞতার উপস্থিতি প্রয়োজন। এটা অন্য কোথাও পাওয়া যাবে না। বড় টুর্নামেন্টে কীভাবে খেলা উচিত ওরা জানে। সেই মানসিকতা এবং শারীরিকভাবে ফিট থাকলে ওরা অবশ্যই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে। যদিও সেটা আপাতত বহুদূর।” সব মিলিয়ে ভারতীয় কোচের কথায়, ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে তাদের ফিট থাকার পাশাপাশি কঠোর অনুশীলন চালিয়ে যাওয়ার শর্ত মানতেই হবে।

Leave a Comment