ডুরান্ড কাপের আগেই শহরে মোহনবাগানের নয়া বিদেশি ডিফেন্ডার, কেরিয়ার দেখে কাঁপছে সবাই

Updated on:

Tom Aldred mohun bagan

ডুরান্ড কাপ শুরু হতে আর দু’দিন বাকি। এবার একই গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। বাকি দুই দল হল ডাউনটাউন হিরোস ও বিমানবাহিনী। ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে যুবভারতীতে প্রথম ম্যাচ খেলে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। তাঁর আগে দল গুছিয়ে নেওয়ার পালা। ইতিমধ্যে বাঘা বাঘা বিদেশি সহ দেশী বিশ্বকাপারদের দলে যুক্ত করেছে সবুজ মেরুন। সেই নামি দামি প্লেয়ারদের মধ্যেই একজন হলেন টম অলড্রেড। আজ সকালেই কলকাতায় পা রাখেন এই প্লেয়ার।

ইংল্যান্ডের জন্মানো এই দীর্ঘকায় ফুটবলারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অগণিত মোহনবাগান সমর্থক। গত মরসুমে মোহনবাগানের ডিফেন্স ছিল কমজোরি। তিন স্ট্রাইকার দলকে অনেক ম্যাচেই বাঁচিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু কঠিন সময় দলকে রক্ষা করে ডিফেন্ডাররাই। আর এই কারণে এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করে নামি ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে সবুজ মেরুন শিবির।

WhatsApp Community Join Now

এর আগে অস্ট্রেলিয়া এ লিগের সুপারস্টার তথা বিশ্বকাপে মেসির বিরুদ্ধে খেলা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের সাথে চুক্তি করে শক্তি বাড়িয়েছিল মোহনবাগান। আর এবারও সেই অস্ট্রেলীয় এ লিগ থেকে টমকে তুলে আনল সবুজ মেরুন শিবির। টম টানা পাঁচ বছর অস্ট্রেলীয় এ লিগে বিসব্রেনের হয়ে খেলেছেন। বিসব্রেন রোর্সের হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলেছেন টম।

টম অলড্রেডের কেরিয়ার

  • কার্লাইল ইউনাইটেড: ৫ টি অ্যাপিয়ারেন্স
  • ওয়ার্কিংটন (লোন): ১০ টি অ্যাপিয়ারেন্স, ১ গোল
  • স্টকপোর্ট কাউন্টি (লোন): ৭ টি অ্যাপিয়ারেন্স
  • ইনভারনেস ক্যালেডোনিয়ান থিসল (লোন): ৪ টি অ্যাপিয়ারেন্স
  • অ্যাক্রিংটন স্ট্যানলি: ৮৪ টি অ্যাপিয়ারেন্স, ৩ গোল
  • ব্ল্যাকপুল: ৯২ টি অ্যাপিয়ারেন্স, ৭ গোল
  • বারি: ১৯ টি অ্যাপিয়ারেন্স, ১ গোল
  • মাদারওয়েল (লোন): ৫৪ টি অ্যাপিয়ারেন্স, ৪ গোল
  • ব্রিসবেন রোর্স: ১০৪ টি অ্যাপিয়ারেন্স, ৩ গোল
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন