সহেলি মিত্র, কলকাতা: যেমন ইচ্ছা তেমন সেমিস্টার ফি নেওয়া যাবে না। এবার কড়া নিয়ম বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আপনার সন্তানও কি শীঘ্রই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার (HS Semester) পরীক্ষা দেবে? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার এবং আপনার সন্তানের জন্য রইল।
সেমিস্টার ফি নিয়ে কড়া নিয়ম বেঁধে দিল সংসদ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এতদিন উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টার পিছু ফি কত হবে, তার নির্দিষ্ট কোনো বাঁধাধরা সীমা ছিল না। ফলে এক একটি স্কুল এক এক রকম টাকার অঙ্ক ধার্য করত। আর এই নিয়ে বেশ বিপাকেই পড়তে হত ছাত্র ছাত্রীদের। তবে আর তা হবে না। এর কারণ এ বার শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাফ সাফ জানিয়ে দেওয়া হল, এখন প্রত্যেকটি স্কুল পরীক্ষা ফি বাবদ ৭০ টাকার বেশি নিতে পারবে না। পাশাপাশি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে, অন্যত্র নয়।
কী বলছে শিক্ষক মহল?
এদিকে শিক্ষা সংসদের এহেন নতুন নিয়ম নিয়ে বিভিন্ন স্কুল বিভিন্ন মত পেশন করছে। এই যেমন যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানাচ্ছেন, “৭০ টাকায় সেমিস্টার পদ্ধতিতে সমস্ত ব্যবস্থা করা কঠিন। তবে শিক্ষা সংসদের নির্দেশ আমরা মানতে বাধ্য। এই টাকার মধ্যে পরীক্ষা নিতে হবে।”
অপরদিকে শিক্ষক সংগঠনগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এ সিদ্ধান্ত ইতিবাচক বলে আমরা মনে করি। ফি ক্ষেত্রে এর পর থেকে একটা সমতা আসবে।” মূলত ফি নিয়ে অনিয়ম ঠেকাতে এই নয়া নিয়ম লাগু করেছে শিক্ষা সংসদ।