টাকা ট্রান্সফার থেকে ক্যাশ লেনদেন, নয়া নিয়ম জারি RBI-র! না জানলে পড়তে হবে বিপদে

Published on:

RBI

ইন্ডিয়া হুড ডেস্ক: গ্রাহক স্বার্থ সুরক্ষায় সর্বদাই তৎপর থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। আর এই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে মেনে চলতেই হবে। এর আগে বেশ কিছু ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এমনকি নিয়ম লঙ্ঘনের কারণে তাঁদের মোটা টাকার জরিমানাও করেছে RBI। তবে সম্প্রতি RBI দেশের মধ্যে অর্থ স্থানান্তরের নিয়ম নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

নতুন সার্কুলার জারি RBI এর

গতকাল অর্থাৎ বুধবার RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদ পে-ইন এবং পে-আউট পরিষেবা নিয়ে একটি সার্কুলার জারি করে। সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করে বলা হয়েছে যে নগদ পে-ইন পরিষেবার ক্ষেত্রে রেমিটকারী ব্যাঙ্ক বা ব্যবসায়িক সংস্থা গ্রাহককে একটি রেজিস্টার্ড ফোন নম্বর এবং একটি অফিসিয়াল প্রাপ্য তথ্যের ওপর ভিত্তি করে রেমিটরকে অবশ্যই দিতে হবে। তবে শুধু নগদ পে ইনের ক্ষেত্রে নতুন নিয়ম নয়, পে আউটের ক্ষেত্রে জারি হয়েছে নয়া নিয়ম। সার্কুলারে বলা হয়েছে নগদে পে-আউট পরিষেবার ক্ষেত্রে, রেমিটিং ব্যাঙ্ক বা ব্যবসায়িক কোনো সংস্থা গ্রাহকের নাম ও সঠিক ঠিকানার একটি রেকর্ড তাঁদের রেকর্ডে সেভ করে রাখতে হবে।

WhatsApp Community Join Now

এছাড়াও এদিন RBI সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে IMPS এবং NEFT লেনদেনের অংশ হিসেবে ব্যাঙ্ক রেমিটর বিবরণ সম্পর্কে সমস্ত তথ্য জমা রাখবে। অন্যদিকে কার্ড-টু-কার্ড স্থানান্তরের নির্দেশিকাগুলি DMT কাঠামোর পরিধি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।

কেন চালু হল এই নিয়ম?

প্রসঙ্গত ২০১১ সাল থেকে ডোমেস্টিক মানি ট্রান্সফার-এর কাঠামো চালু হয়েছিল। আর তার পর থেকেই, ব্যাঙ্কিং আউটলেটগুলির গুরুত্ব, নগদ স্থানান্তরের জন্য অর্থপ্রদানের ব্যবস্থার উন্নতি এবং KYC- র প্রয়োজনীতা ক্রমেই বেড়েই চলেছে। অন্যদিকে একের পর এক অর্থ আদানপ্রদানের ডিজিটাল বিকল্পও তৈরি করা হয়েছে। তাই অর্থনৈতিক ব্যবস্থায় এই আদানপ্রদানের ভিত্তিতে বিভিন্ন পরিষেবাগুলি ভালো করে পর্যবেক্ষণ করেই  এই ব্যবস্থা নিল RBI।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন