সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাহিন্দ্রা অবশেষে লঞ্চ করল XEV 9S (Mahindra XEV 9S)। আর এর বাজার মূল্য রাখা হয়েছে 19.95 লক্ষ টাকা, যা এটিকে ভারতের প্রথম মাস মার্কেট 7-সিটার ইলেকট্রিক SUV হিসেবে তুলে ধরছে। তবে সবথেকে বড় ব্যাপার, একই INGLO EV এর উপর নির্মিত হলেও এর দাম রাখা হয়েছে XEV 9e এর তুলনায় 1.95 লক্ষ টাকা কম।
ডিজাইনে নতুনত্ব
XEV 9e এবং XUV.e8 কনসেপ্টের ডিজাইনকে লক্ষ্য করেই XEV 9S এর লুক দেওয়া হয়েছে। গাড়িটির বাইরের দিকে রয়েছে ফিউচারিস্টিক ফ্রন্ট, কানেক্টেড LED DRL, ট্রায়াঙ্গুলার LED হেডল্যাম্প, শক্তপোক্ত বডি লাইন এবং নতুন বাটারফ্লাই ইম্বলেম। পাশাপাশি এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারনেস 205mm এবং ব্যাটারি ক্লিয়ারনেস 222mm।
এদিকে XEV 9S এর কেবিন গাড়িটিকে আরও নতুনত্ব দিচ্ছে। গাড়িটিতে রয়েছে ড্যাশবোর্ড জুড়ে কোস্ট-টু-কোস্ট 3-স্ক্রিন লেআউট, আলাদা ড্রাইভার ডিসপ্লে, ইনফোটেইনমেন্ট সিস্টেম প্যাসেঞ্জার স্ক্রিন, দ্বিতীয় সারির জন্য BYOD মাউন্টিং, বিশাল প্যানোরামিক স্কাইরুফ, স্লাইডিং ও রিক্লাইনিং সেকেন্ড রো, ওয়্যারলেস চার্জিং, মাল্টি-ক্লাইমেট মোডের মতো ফিচার।
অন্যদিকে রয়েছে হাই ভেরিয়েন্টের প্রিমিয়াম সব সুবিধা। হ্যাঁ, এই গাড়িতে পাওয়া যাবে 16-স্পিকার হারমান কার্ডন সাউন্ড সিস্টেম সহ Dolby Atmos, AR-ভিত্তিক VisionX হেড-আপ ডিসপ্লে, ডুয়াল-জোন ক্লাইমেট, ভেন্টিলেটেড ফ্রন্ট ও সেকেন্ড-রো সিট, লাউঞ্জ ডেস্ক, সানশেড, অ্যাম্বিয়েন্ট লাইটিং এর মতো সব ফিচার, যা অন্যান্য গাড়ির তুলনায় আরও একধাপ এগিয়ে রাখছে।
ব্যাটারি, রেঞ্জ এবং পারফরমেন্স
জানা যাচ্ছে, মাহিন্দ্রা এই গাড়িটি তিনটে ব্যাটারি অপশন দিচ্ছে। আর সেগুলি হল 59kWh, 70kWh, 79kWh। শক্তি বলতে গাড়িটিতে সর্বোচ্চ 210kW পাওয়ার পাওয়া যাবে, যা 380Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এমনকি 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে সময় লাগবে মাত্র সাত সেকেন্ড। পাশাপাশি গাড়িটির টপ স্পিড 202 কিলোমিটার প্রতি ঘন্টা।
চার্জিং নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটির 20% থেকে 80% ফাস্ট চার্জিং হতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আর সমস্ত ভেরিয়েন্টেই ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। এমনকি গাড়িটিতে চারটি ড্রাইভ মোড থাকছে।
অন্যান্য প্রযুক্তি
মাহিন্দ্রার XEV 9S গাড়িটিতে রয়েছে LFP ব্যাটারির উপর লাইফটাইম ওয়ারেন্টি, স্টিফ বডি স্ট্রাকচার, ইন্টেলিজেন্ট অ্যাডাপটিভ সাসপেনশন, ব্রেক বাই ওয়্যার, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ড্যাম্পার, কোয়ালকম Snapdragon 8155/8295 চিপ, 140+ কানেক্টেড ফিচার, ডিজিটাল কী, NFC, রিমোট কন্ট্রোল, চার্জ শিডিউলিং এর মতো ফিচার।
আরও পড়ুনঃ ইডির তল্লাশিতে র্যাপিডো ড্রাইভারের অ্যাকাউন্টে মিলল ৩৩১ কোটি টাকা
পাশাপাশি সেফটি ফিচার হিসেবে গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, অল-হুইল ডিস্ক ব্রেক, ড্রাউসিনেস ডিটেকশন, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, TPMS লাইভ ডিসপ্লে, Pack Two-তে Level 2 ADAS, Pack Three-তে Level 2+ ADAS মতো সব ফিচার দেওয়া রয়েছে। এক কথায়, ভারতের বাজারে এই মুহূর্তে এই গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করার মতো সেরকম কোনও মডেল নেই। তবে গাড়িটির টেস্ট ড্রাইভ শুরু হবে আগামী 25 ডিসেম্বর এবং বুকিং ওপেন হবে 14 জানুয়ারি আর ডেলিভারি শুরু হবে 23 জানুয়ারি, 2026 থেকে।