“কমিশনের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর!” বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: এসআইআর ঘিরে রাজ‌্য রাজনীতি বেশ উত্তাল হয়ে উঠেছে। প্রথম থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল বারবার হুঁশিয়ারি দিয়েছে যে, বৈধ ভোটারের নাম বাদ পড়লে আন্দোলন হবে। আর এই অবস্থায় রাজ্যের একাধিক জায়গায় ভোটার এবং BLO মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। আর তাতেই দোষের আঙুল উঠছে নির্বাচন কমিশনারের দিকে। আর এবার সেই SIR বিতর্কের মাঝে নির্বাচন কমিশনের উপর ফের গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কমিশনারের বিরুদ্ধে তৃণমূলের পাঁচ দফা প্রশ্ন

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শুক্রবার বেলা ১১টা নাগাদ দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে পাঁচ দফা প্রশ্নের কথা বিস্তারিত ভাবে জানান তৃণমূলের প্রতিনিধি দল। এরপর সেই পাঁচ দফা প্রশ্ন সবিস্তারে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তৃণমূলের উপদলনেতা শতাব্দী রায়। সেগুলি হল বঙ্গে SIR প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের রুখতে? সেটাই যদি হয়, তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যে কেন SIR হচ্ছে না? বলা হচ্ছে অবৈধ ভোটার বাছতে SIR, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদি সরকারের বৈধতা কী?

তৃণমূলের প্রশ্ন নিয়ে কমিশনের বিবৃতি

দীর্ঘক্ষণ ধরে তৃণমূলের প্রতিনিধি দল বাংলায় SIR নিয়ে বিক্ষোভ করে গিয়েছেন। শেষে সন্ধ্যা নাগাদ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, তৃণমূলের পাঁচ প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এবং বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল বিএলও-দের কাজে সহায়তা করা। ইতিমধ্যেই নিরাপত্তার খাতিরে পুলিশ কমিশনার ও ডিজিপিকে চিঠি পাঠিয়েছে কমিশন। এছাড়া তৃণমূলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। তারা এও দাবি করেন যে সংবিধান অনুযায়ী পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে ‘SIR’-এর প্রক্রিয়া চলছে। তৃণমূলের উচিত এই প্রক্রিয়াকে সম্মান জানানো। এখানেই শেষ ‍নয়। কমিশনের আরও দাবি, বিএলও–দের জন্য যে সাম্মানিক বরাদ্দ করা হয়েছিল, তা রাজ্য সরকার দেয়নি। আর এসবই কার্যত গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রোল অবজার্ভার নিয়োগে দ্বন্দ্ব নবান্ন, কমিশনের! দায়িত্বে সিনিয়র IAS, কে এই সুব্রত গুপ্ত?

পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গতকাল অর্থাৎ শুক্রবার এক্স হ্যান্ডলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “কমিশনের এই বিবৃতি সম্পূর্ণ ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’। প্রয়োজনে কমিশন এ দিনের বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক। সিসিটিভির ফুটেজ প্রকাশ না করলে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে।তৃণমূলের কাছে যথেষ্ট ডিজিটাল প্রমাণ আছে, কীভাবে কমিশনের একাধিক নির্দেশের অপব্যবহার হচ্ছে।” তাঁর আরও সংযোজন, ‘কয়েক ঘণ্টা সময় দেওয়াটা কম হয়ে যাবে, যত দিন সময় লাগে নিন, তবে আমাদের পাঁচটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিন। আমি আপনাদের হতাশাটা বুঝতে পারছি। আপনারা যদি গল্প বানাতে সময় পান, তা হলে নিশ্চয়ই এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে সময় পাবেন। আপনাদের সময় শুরু হলো এখন।’

Leave a Comment