বড় ঘোষণা! পাল্টে গেল রাজভবনের নাম

Raj Bhavan Renamed As Lok Bhavan

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বড় বদল! রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক ঐতিহ্যে বড় পরিবর্তন আনলেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে বদলে গেল রাজভবনের নাম (Raj Bhavan Renamed As Lok Bhavan)। ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে নতুন নাম রাখা হল ‘লোক ভবন’। নাম পরিবর্তনের ঘোষণা হতেই, রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও মুহূর্তের মধ্যে বদলে দেওয়া হল।

ঐতিহাসিক নিদর্শনের নাম পরিবর্তন

স্বাধীনতার পূর্বে অর্থাৎ ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল ঐতিহ্যবাহী রাজভবন। যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের ঐতিহ্য বহন করে আসছে। ১৭৯৯ থেকে ১৮০৩ সালের মধ্যে নির্মিত এই ভবনটি প্রথমে গভর্নর-জেনারেলের বাসস্থান ছিল। ডার্বিশায়ারের কেডলস্টন হলের আদলে চার্লস ওয়েট এটি নির্মাণ করেছিলেন। পরে ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবনে পরিণত হয়। ভবনটিতে এখনও ব্রিটিশ আমলের অনেক নিদর্শন যেমন ‘পাখির খাঁচা, লিফট’ রয়েছে। এছাড়াও রয়েছে ব্রিটিশ আমলের অনেক বিখ্যাত চিত্রকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এখানেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বসবাস করেন। এবার সেই ভবনের নাম পরিবর্তনে বড় ভূমিকা পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কী বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?

রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হিসেবে সিলমোহর দেওয়া হল ‘লোক ভবন’। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখেছেন, ‘জন রাজভবন’-উদ্যেগের লক্ষ্য ছিল প্রাসাদের ঐ কাব্যিক দূরত্ব ঘুচিয়ে সাধারণ জনমানুষের কাছে রাজভবনকে আরও উন্মুক্ত করা। প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। সেই অনুযায়ী গত তিন বছরে প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক উদ্বেগ, জন রাজভবন সরাসরি জনসেবায় নেমেছে।” ইতিমধ্যেই রাজ্যপালের গাড়িতেও এদিন রাজভবনের পরিবর্তে লোকভবন স্টিকার লাগানো হয়েছে।

 

আরও পড়ুন: “কমিশনের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর!” বিস্ফোরক অভিষেক

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছিল। যেখানে স্পষ্ট বলা হয়েছিল যে, গোটা দেশে এবার বদলে যাবে রাজভবনের নাম। এবং সেক্ষেত্রে রাজভবনের নয়া নামকরণ হবে ‘লোকভবন’। যুক্তি ছিল, রাজভবন নামটির সঙ্গে রাজত্ব করার ধারণা জড়িয়ে রয়েছে। তাই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়। শেষ পর্যন্ত, আজ অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ থেকেই রাজভবনের নাম পরিবর্তনের সূচনা হল।

Leave a Comment