বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের চরম শত্রু সে! এবার সেই ফিলিপাইনের সাথেই যুদ্ধ মহড়ায় নামল ভারত (India’s War Drills)। গত বুধবার, 26 নভেম্বর পশ্চিম ফিলিপাইন সাগরে দ্বিতীয় যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছিল ভারত এবং বন্ধু দেশ ফিলিপাইন। এক বিবৃতিতে, এই তথ্য জানিয়েছে ফিলিপাইনের সশস্ত্র বাহিনী বা আর্মড ফোর্স অফ ফিলিপাইন। ফিলিপাইনের অফিসিয়ালদের বিশ্বাস, এই যুদ্ধ মহড়ার মাধ্যমে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও শক্তিশালী হবে।
দ্বিতীয় যৌথ যুদ্ধ মহড়ায় ভারত এবং ফিলিপাইন
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, গত বুধবার পশ্চিম ফিলিপাইন সাগরে অনুষ্ঠিত যৌথ নৌ মহড়ায় দুই দেশের যুদ্ধ জাহাজের পাশাপাশি ফিলিপাইন নৌবাহিনীর বিআরপি হোসে রিজাল, ফিলিপাইন এয়ারফোর্সের FA-50 যুদ্ধবিমান, একটি W-3A অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি সামরিক হেলিকপ্টার অংশ নিয়েছিল। যদিও ভারতের তরফে যুদ্ধ মহড়ায় কোন কোন যুদ্ধবিমান এবং নৌ জাহাজ অংশ নিয়েছে সেই তথ্য জানায়নি তারা।
ওই বিবৃতি অনুযায়ী, দুই দেশের বাহিনী ভিজুয়াল এবং রেডিও সমন্বয়কে পরিমার্জন করার জন্য যৌথ অনুশীলনের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন প্রক্রিয়া সেরেছিল। এছাড়াও একটি ফটো অনুশীলন হয় দুই দেশের মধ্যে। শেষ পর্যন্ত একটি পাসিং এক্সারসাইজের মাধ্যমে শেষ হয় যুদ্ধ মহড়া। এ প্রসঙ্গে এএফপির পাবলিক অ্যাফেয়ার্স প্রধান কর্নেল জের্ক্সেস ত্রিনিদাদ জানিয়েছেন, “এই সামরিক মহড়ার মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যেকার সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সমন্বয় আরও জোরদার হবে। শুধু তাই নয়, দুই দেশ নিজস্ব অঞ্চলে নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
অবশ্যই পড়ুন: লোবেরার হাত ধরে এটাই হতে পারে মোহনবাগানের শক্তিশালী একাদশ, কারা জায়গা পাচ্ছেন?
বলাই বাহুল্য, ম্যানিলা এবং নয়া দিল্লি বিগত দিনগুলিতে ক্রমশ কাছাকাছি এসেছে। যদিও দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত মজবুত হওয়ার সূত্রপাতটা হয়েছিল 2007 এ। সে বছর প্রথমবারের মতো ভারত সফর করেছিলেন ফিলিপাইনের তৎকালীন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এরপরই ক্রমশ সখ্যতা বাড়তে থাকে দুই দেশের। শেষবারের মতো গত অগাস্টে প্রতিরক্ষা, সামুদ্রিক সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য, এবং প্রযুক্তি সহযোগিতা নিয়ে মোট 13টি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং ফিলিপাইনের মধ্যে। সেই চুক্তির অধীনেই এবার দ্বিতীয় যুদ্ধ মহড়া বা নৌ-মহড়ায় অংশ নিল দুই দেশ।