বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসের শেষেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। সেই আসরে দেখা মিলবে মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এরপর নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে নামিবিয়া, ইংল্যান্ড সিরিজেও দেখা যেতে পারে তাদের। কিন্তু এরপর?
2027 ওয়ানডে বিশ্বকাপে আদৌ খেলবেন তো রোহিত, বিরাট? চারিদিকে যখন এমন প্রশ্নের ছড়াছড়ি, ঠিক সেই আবহে উঠে এলো বড় খবর। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হলেই রোহিত এবং বিরাটকে নিয়ে বৈঠকে বসবেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। আর সেখানেই 2027 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাঁদের মতামত শোনা হবে। এদিকে তার আগেই রোহিত শর্মাকে বড়সড় নির্দেশ দিয়েছে BCCI (BCCI On Rohit Sharma)।
রোহিত শর্মাকে এই কাজ না করার নির্দেশ বোর্ডের!
রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহে বিশাখাপত্তনমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তৃতীয় ওয়ানডের পর আহমেদাবাদে রোহিত এবং বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ করতে অনুষ্ঠিত হবে একটি বৈঠক। সেই বৈঠকেই দুই মহাতারকার কাছে ভারতীয় দল নিয়ে তাদের আগামীর ভাবনা জানতে চাওয়া হবে। এক প্রকার সেখানেই ঠিক হয়ে যাবে রোহিত এবং বিরাট 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা! আর এরই মাঝে উঠে এলো এক বড় খবর।
অবশ্যই পড়ুন: পুতিনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, ভারতে আসবেন কীভাবে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, রোহিত এবং বিরাটের মতো বড় মাপের ক্রিকেটারকে নিয়ে চট করে সিদ্ধান্ত নেওয়া যায় না! তাঁরা দলের জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে দীর্ঘদিন অনিশ্চয়তার সাথে তারা খেলতেও পারবেন না। তাই আসন্ন বৈঠকে তাদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হবে। ওই সূত্র দাবি করছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নাকি ইতিমধ্যেই রোহিত শর্মাকে একটি কাজ না করতে বলা হয়েছে। হিটম্যানকে নাকি BCCI সাফ জানিয়ে দিয়েছে, নিজের ফিটনেস এবং পারফরমেন্স নিয়ে ভাবতে। সেদিকেই নজর দিতে। এছাড়া বাদবাকি চারিদিকে কী জল্পনা চলছে, সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়াচ্ছে তাতে নজর দেওয়া চলবে না।