সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে বিরাজ করছে শীতের আমেজ। এমনিতে যত সময় এগোচ্ছে ততই ঘন ঘন মুড বদল হচ্ছে বাংলার আবহাওয়ার (Weather Today)। কখনও জাঁকিয়ে শীত পড়ছে তো আবার তাপমাত্রা বাড়ছে। এদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনার জেরে বিরক্ত সাধারণ মানুষও। সকলের মুখে একটাই প্রশ্ন, দুর্যোগ সরে বাংলায় কবে হাড় কাঁপানো শীত পড়বে? সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’। বিভিন্ন রাজ্যের উপকূলে দাপিয়ে বেড়াচ্ছে এই বিধ্বংসী ঝড়। যদিও এর প্রভাব বাংলায় তেমন পড়েনি আর পড়বেও না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ রবিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । অন্যান্য দিনের মতোই ভোরে থাকবে কুয়াশার দাপট বজায় ছিলাম এছাড়াও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, নদীয়া জেলার তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
এদিকে ঠান্ডা না পড়া নিয়ে মন খারাপ করছেন? তাহলে জানিয়ে রাখি, আগামী তিনদিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই । পরবর্তী তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে ।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের দাপট কম থাকলেও উত্তরবঙ্গে বেশি জাঁকিয়ে শীত আছে। যেমন দার্জিলিং-এর তাপমাত্রা সর্বনিম্ন ৫ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যাইহোক, আজও তাই হবে। এছাড়াও বাকি জেলা যেমন কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলার পারদ ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়
অপরদিকে শ্রীলঙ্কায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর, তীব্র ঘূর্ণিঝড় ‘দিতটওয়া’ ভারতের খুব কাছে পৌঁছেছে। রবিবারই এটি চেন্নাই উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের আগে থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরি সহ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে প্রবল হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুতে আরও বেশি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, তাই ত্রাণ দলগুলিকে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি, সরকার ত্রাণ প্যাকেটও প্রস্তুত করেছে। শনিবার সন্ধ্যা থেকে তামিলনাড়ুর চেন্নাইতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।