বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই সিলমোহর পড়েছিল জল্পনায়। শোনা গিয়েছিল, আর্জেন্টাইন মহাতারকা, ফুটবলের যুবরাজ নাকি শহরে আসছেন (Lionel Messi Kolkata Tour)। সেই মতোই, দাবানলের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। ডিসেম্বরের শহরে পা রাখবেন LM10। প্রথমে কলকাতায় আসার পর এ শহরে যাবতীয় কর্মসূচি শেষ করে মেসি যাবেন হায়দরাবাদ, মুম্বই, এবং দিল্লিতেও। বাকি শহরগুলিতেও একাধিক কর্মসূচি রয়েছে লিওর। এরই মাঝে শোনা যাচ্ছে, কলকাতা সফরে নাকি মেসির পাতে পড়তে চলেছে ইলিশ, চিংড়ি সহ একাধিক বাঙালি খাবার। শুধু তাই নয়, বাংলার সংস্কৃতিকে এগিয়ে রাখতে মেসিকে ধুতি-পাঞ্জাবিও পরানো হতে পারে বলেই জানালেন বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
এক নজরে মেসির কলকাতা সফরনামা
Goat India Tour এ প্রথমে শহর কলকাতায় পা রাখবেন লিও। আপাতত যা খবর, আগামী 12 ডিসেম্বর রাত 1টা নাগাদ কলকাতায় অবতরণ করবে মেসির বিমান। সেখান থেকে সোজা হোটেলে চলে যাবেন আর্জেন্টাইন ফুটবলার। এরপর 13 ডিসেম্বর সকাল সাড়ে 9টা থেকে হায়াত রিজেন্সিতে স্পন্সরদের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখান থেকে সকাল 10 টায় যুবভারতীর অনুষ্ঠানে হাজির হবেন বিশ্বজয়ী ফুটবলার।
যুবভারতীর মঞ্চে নাচে গানে মেসিকে সম্মাননা জানাবেন টলিউডের শিল্পী থেকে শুরু করে গুণী ব্যক্তিত্বরা। এরপর যুবভারতীর ময়দানেই মোহনবাগান মেসি অল স্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অল স্টারের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ দেখার পাশাপাশি দুই দলের সাথে সাক্ষাৎ, বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা, খুদেদের সঙ্গে মাস্টার ক্লাস উইথ মেসি সমস্ত পর্বে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন মহাতারকা। এদিন যুবভারতীর মঞ্চে মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে, উপস্থিত থাকতে পারেন বলিউড কিং শাহরুখ খানও।
এছাড়াও, মেসির সাথে মঞ্চ ভাগ করে নেবেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ থেকে শুরু করে অনেকেই। বলে রাখা ভাল, 13 ডিসেম্বর যুবভারতীতে সংবর্ধনা অনুষ্ঠান সেরে কলকাতা শহর পরিক্রমা শুরু করবেন মেসি। সেই কর্মসূচির মধ্যে রয়েছে লেকটাউনে নিজের 70 ফুটের একটি মূর্তি উন্মোচন। এরপরই নাকি দুপুর আড়াইটের আগেই প্রাইভেট বিমানে করে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন ফুটবলের রাজপুত্র।
অবশ্যই পড়ুন: চিনের চরম শত্রুর সাথে যুদ্ধমহড়া ভারতের
বিশেষ চমক
আপাতত যা শোনা যাচ্ছে, লিওনেল মেসির কলকাতা সফরকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টাইন ফুটবলারকে ধুতি-পাঞ্জাবি অর্থাৎ একেবারে বাঙালি সাজে জনসমক্ষে আনা হতে পারে। শুধু তাই নয়, 13 ডিসেম্বর মেসির মধ্যাহ্নভোজের পাতে থাকতে পারে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই সহ বাংলার ঐতিহ্যশালী একাধিক খাবার। যে কথা জানিয়েছেন মেসিকে ভারতে আনার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্ত। এখানেই শেষ নয়, মেসি কলকাতা ছেড়ে যাওয়ার আগে নাকি ফুটবলারের স্ত্রী অন্তোনেলার জন্য শাড়ি এবং মেসির গোটা পরিবারের জন্য কৃষ্ণনগরের হাতে তৈরি মূর্তি সহ একাধিক উপহার তুলে দেওয়া হতে পারে লিওর হাতে।