SIR আবহেই BLO, সুপারভাইজারদের ভাতা দ্বিগুণ করল নির্বাচন কমিশন! কত মিলবে?

BLO Allowance Hike Election Commission of India announced new allowance

BLO Allowance Hike Election Commission of India announced new allowance

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের অন্তত 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোরকদমে চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR। তাতে প্রচন্ড চাপে BLO বা বুথ লেভেল অফিসাররা। কেউ অতিরিক্ত কাজের বোঝা নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন কোথাও SIR এর কাজের জন্য BLO র মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এমতাবস্থায় বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, SIR কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার থেকে প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ অর্থ পাবেন বুথ লেভেল অফিসাররা (BLO Allowance Hike)। তবে ECI যে BLO দের টাকা বাড়াবে তার একটা আভাস পাওয়া গিয়েছিল আগেই

কত টাকা পাবেন BLO রা?

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এতদিন, ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা SIR প্রক্রিয়ায় ফর্ম বিলি এবং তা জমা দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারদের 6 হাজার টাকা করে দেওয়া হতো! তবে এবার থেকে সেই পরিমাণটা বেড়ে দ্বিগুণ অর্থাৎ 12 হাজার করা হয়েছে। এখানেই শেষ নয়, BLO-দের পাশাপাশি BLO সুপারভাইজারদের এবার থেকে 12 হাজার টাকার বদলে 18 হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসার, বুথ লেভেল অফিসারদের সুপারভাইজার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে বড় ভূমিকা পালন করছেন। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী তালিকা প্রস্তুতির কাজে যুক্ত BLO দের বার্ষিক ভাতা দ্বিগুণ করা হবে। সেই সাথে বাড়তে চলেছে সুপারভাইজারদের ভাতাও।

 

অবশ্যই পড়ুন: হঠাৎ রোহিত শর্মাকে এই কাজ না করার পরামর্শ দিল BCCI, হলটা কী?

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী 4 ডিসেম্বরের মধ্যে সমস্ত ভোটারের এনুমারেশন ফর্ম সংগ্রহ করে তা ইলেকশন কমিশনকে জমা দিতেই হবে। আর তার আগেই বারবার নির্বাচনী তালিকা প্রস্তুতির কাজে যুক্ত বুথ লেভেল অফিসাররা কাজের চাপ নিয়ে অভিযোগ তুলেছেন। বেশিরভাগ BLO র দাবি, SIR প্রক্রিয়ায় প্রচুর কাজ করতে হচ্ছে। সেই আন্দাজে ভাতা তেমন নয়। তাছাড়াও বিগত দিনগুলিতে কাজের চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে একাধিক BLO র। এবার সেসব দিক মাথায় রেখেই BLO দের সুখবর দিল নির্বাচন কমিশন।

Leave a Comment