আজই ভারতের প্রথম জুটি হিসেবে ইতিহাস গড়তে চলেছেন রোহিত-বিরাট

Rohit-Virat To Create History in first ODI against South Africa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা মিটেছে। আজই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে নামছে ভারতীয় দল। এই আসরেই টেস্টে হারের বদলা তুলতে জান লড়িয়ে দেবেন স্বদেশীরা। আর ঠিক সেই আবহেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচির ম্যাচে বিরাট কীর্তি গড়তে চলেছেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit-Virat To Create History)। প্রথমবারের মতো, এই দুই তারকা ক্রিকেটারকে সঙ্গে নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

ভারতের এক নম্বর জুটি হতে চলেছেন রোহিত এবং বিরাট

শুরুটা হয়েছিল 2008 এর 18 আগস্ট। এদিন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবারের মতো এক দিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন 20 বছরের রোহিত শর্মা এবং 19 বছর বয়সী বিরাট কোহলি। সেদিনই প্রথমবারের জন্য ভারতীয় ক্রিকেটের দুই রত্নকে একসাথে জুটি বাঁধতে দেখেছিলেন ভক্তরা। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল, দীর্ঘ 17 বছর পর সেই তরুণ জুটি সবচেয়ে বেশি সময় ধরে খেলা জুটি হয়ে উঠবেন। আজ সেই ইতিহাসেরই সাক্ষী থাকবেন ক্রিকেট ভক্তরা।

বলার অপেক্ষা রাখে না, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত এবং বিরাট একসাথে মাঠে নামার পর ভারতের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জুটি হয়ে উঠবেন রোকো। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামে। বলে রাখি, এই দুই ভারতীয় কিংবদন্তি একসাথে 391টি ম্যাচে একসাথে জুটি বেঁধেছিলেন। 1996 সাল থেকে 2012 পর্যন্ত টানা ভারতীয় দলের হয়ে একসাথে 391 ম্যাচে খেলে ভারতীয় দলের মেরুদন্ড হয়ে উঠেছিলেন সচিন-দ্রাবিড় জুটি। আজ 392 নম্বর ম্যাচে পা দিয়ে সেই রেকর্ড গুঁড়িয়ে দিতে চলেছেন রোকো।

অবশ্যই পড়ুন: পরবেন ধুতি-পাঞ্জাবি, পাতে ইলিশ, চিংড়ি থেকে মিষ্টি দই! রইল মেসির কলকাতা সফরনামা

বড় মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে রোহিত-কোহলির

টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত ভারতের দুই মহাতারকা রোহিত এবং বিরাটের হাতে রয়েছে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট। এই সংস্করণটাই আপাতত ভারতীয় ক্রিকেট ভক্তদের দুই পছন্দের ক্রিকেটারকে 22 গজে দেখার স্বপ্ন পূরণ করছে। হিসেব বলছে, রোহিত বিরাট যদি আগামী দিনগুলিতে আর কিছু ম্যাচে একসাথে জুটি বাঁধেন তবে আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে 400 ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলবেন রোকো।

Leave a Comment