বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই 11 বছরের অভ্যাসে ইতি টেন তাঁকে বাদ দিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেলই IPL থেকে অবসরের ঘোষণা দিলেন (Andre Russell Retirement)। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্যের সিদ্ধান্ত, KKR থেকে বাদ পড়ার পর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনও নতুন দলের হয়ে খেলবেন না। মূলত সে কারণেই, নাইট শিবির থেকে বাদ পড়ার যন্ত্রণা নিয়ে IPL কে চিরকালের জন্য বিদায় জানালেন ক্যারিবিয়ান স্টার দ্র রাস।
বাদ পড়ার যন্ত্রণা নিয়েই অবসর রাসেলের?
কলকাতা নাইট রাইডার্সের সাথে আন্দ্রে রাসেল নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল বিগত বছর গুলিতে। 2014 তে শাহরুখের ঘরে যোগ দেওয়ার পর থেকে দলটাকে একেবারে পরিবারের মতোই দেখতেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। সাম্প্রতিককালে ফর্ম কিছুটা মুখ থুবড়ে পড়লেও একটা সময় কলকাতার হয়ে পাথর ভেঙেছেন এই ক্যারিবিয়ান দানব। তাঁকেই কিনা IPL 2026 এর আগে ছেড়ে দেওয়া হল! ক্রিকেট মহলের একাংশ বলছেন, এমনটা মেনে নিতে না পেরেই শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিলেন কলকাতার বহু যুদ্ধ জয়য়ের কারিগর।
যদিও নাইট শিবির থেকে বাদ পড়ার পর অবসরের সিদ্ধান্ত নিলেও সেটা যে শাহরুখ খানের দল থেকে বাদ পড়ার কারণেই এমনটা বলেননি সুনীল নারিনের প্রাক্তন সতীর্থ। তবে রাসেল ভক্তদের অনুমান, কলকাতা থেকে ছিটকে যাওয়ার বিষয়টিকে একেবারে হৃদয় নিয়ে ফেলেছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা। তারপরই এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের ঘোষণা। সব মিলিয়ে, অন্যান্য দলগুলি আশায় থাকলেও আর IPL নিলামে নামা হবে না রাসেলের।
অবশ্যই পড়ুন: হঠাৎ বদলে গেল ভারতের ভূমিকম্প মানচিত্র, বাড়ল উদ্বেগ! কতটা ঝুঁকিতে কলকাতা?
বলাই বাহুল্য, শেষবারের মতো গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করার সাথে সাথে প্রথমবারের জন্য আন্দ্রেকে ছেড়ে দেওয়ার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় শাহরুখ খানের দল। আর তারপরেই জল্পনা বেড়েছিল হয়তো মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসে খেলবেন তিনি। তবে ভক্তদের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগকে বিদায় জানলেন রাসেল মাসেল।