KKR-এ শেষ হচ্ছে যাত্রা! IPL 2026 নিলামে রাসলেক কিনতে ঝাঁপাবে এই ৪ দল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে নিজেদের হতশ্রী পারফরমেন্সের কারনে ব্যর্থ হয়েছে শাহরুখের 3 বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে যে দলটা প্রতিপক্ষকে বলে বলে পরাস্ত করেছে, গত সিজনে তাদের অবস্থাই ছিল একেবারে দুর্বিসহ। দেখে বোঝার উপায় ছিল না, এই দলই তিন বারের IPL চ্যাম্পিয়ন।

তবে দলের ব্যর্থতার মাঝে যার নাম বারংবার শিরোনামে উঠে আসছে তিনি হলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। না, বিশেষ কোনও সাফল্যের জন্য নয়! বরং দীর্ঘ ব্যর্থতার কারণে বর্তমানে নাইট রাইডার্স ভক্তদের বাদের খাতায় নাম গিয়েছে রাসেলের। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বয়স যত বাড়ছে নিজের ফর্ম ততই খুইয়ে ফেলছেন রাসেল।

2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই প্রমাণ মিলেছিল প্রতিক্ষেত্রে। একাধিক সূত্র দাবি করছে, মূলত সেই ব্যর্থতার কারণেই আসন্ন 2026 IPL সিজনের আগেই ওয়েস্ট ইন্ডিজের এই তাবড় অলরাউন্ডারকে মিনি নিলামেই ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল। সেক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণে কোন দলের হয়ে খেলতে পারেন রাসেল? সেটাই আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়।

ফিটনেস জনিত সমস্যায় ভুগছেন রাসেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে মোট 13 ম্যাচে অংশ নিয়ে মাত্র 167 রান তুলেছিলেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। পাশাপাশি উইকেট ভেঙেছেন মাত্র 8টি। ফলত, সেই কারণেই রাসেলের ব্যর্থতা বারবার উঠে আসছে শিরোনামে। যদিও লিগের শেষের দিকে একটি হাফ সেঞ্চুরি এসেছিল আন্দ্রের ব্যাট থেকে। তবে তাতে কি আর রাসেল নামের মান বাঁচানো সম্ভব! বিশেষজ্ঞরা বলছেন, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আন্দ্রে।

কারণ হিসেবে যে বিষয়টা সবসময় উঠে আসে তা হল, নাইট তারকা রাসেলের ফিটনেস। হ্যাঁ, বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞেরই দাবি, রাসেলের বয়স বেড়েছে। ওর চেহারা ছবি যা তাতে এখন ক্রিকেট থেকে অবসর নেওয়াই ভাল! দলে থেকে শুধুই ব্যর্থ হচ্ছেন। তবে কেউ কেউ আবার দাবি করছেন, ফিটনেসজনিত সমস্যা আছে ঠিকই তবে, দীর্ঘদিন সে অর্থে ভাল অনুশীলন না থাকায় ফর্ম হারিয়ে ফেলেছেন রাসেল। তবে ওকে সুযোগ দেওয়া হলে ফের পুরনো ছন্দে ফিরতে পারে!

অবশ্যই পড়ুন: UAE-র নামে ভারতে পণ্য পরিবহন, খোঁজ পেয়েই পাকিস্তানের বিপুল টাকার পণ্য বাজেয়াপ্ত

IPL 2026 মরসুমে রাসেলকে নিতে ঝাঁপাবে এই 4 দল

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরসুমের আগে কলকাতা যদি শেষ পর্যন্ত রাসেলকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে IPL শুরুর আগেই মিনি নিলাম পর্ব থেকে নাইট তারকা আন্দ্রেকে কিনতে আগ্রহ দেখাতে পারে বেশ কয়েকটি IPL দল। সূত্র বলছে, সেই তালিকায় একেবারে প্রথম দিকে নাম থাকতে পারে মুম্বইয়ের।

জানা যাচ্ছে, IPL 2026 লিগে ক্যারিবিয়ান তারকা হিসেবে রাসেলের ওপর নজর থাকবে আম্বানির দলের। একইভাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি তিন শক্তিশালী দল লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদও রাসেলকে কিনতে ঝাঁপিয়ে পড়তে পারে। তবে এই সবই সম্ভব হবে নাইট রাইডার্স ক্যারিবিয়ান তারকাকে ছাড়ার পরই।

Leave a Comment