অনলাইনে ‘দুষ্টু ছবি’ দেখলে লাগবে আধার কার্ড! কেন্দ্রকে প্রস্তাব সুপ্রিম কোর্টের

Aadhaar Card for Adult Content

সৌভিক মুখার্জী, কলকাতা: অনলাইনে দুষ্টু ছবি দেখেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, এবার অনলাইনে কোনও অশ্লীল কন্টেন্ট (Aadhaar Card for Adult Content) দেখতে গেলেই আধার কার্ড দিয়ে করতে হতে পারে বয়সের প্রমাণ। আসলে আমাদের মোবাইলের পর্দায় অনেক সময় অশ্লীল কনটেন্ট ভেসে ওঠে। আর সেখানে শুধু জিজ্ঞাসা করা হয় প্রাপ্তবয়স্ক কিনা। এরপর শুধু ক্লিক করলেই দেখা যায় অশ্লীল কনটেন্ট, এমনকি কখনও অটোমেটিক চালু হয়ে যায়। সেক্ষেত্রে কোনও বয়সের প্রমাণ চাওয়া হয় না। আর এতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে পড়ছে নেতিবাচক প্রভাব।

এই সমস্যা রুখার জন্যই এবার দেশের শীর্ষ আদালত নড়েচড়ে বসল। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছে যে, অনলাইনে অশ্লীল কনটেন্ট দেখতে চাইলে আধার কার্ড দিয়ে বয়স যাচাই করা উচিৎ। যদি কেন্দ্র সরকার এই প্রস্তাবে সবুজ সংকেত দেয়, তাহলে এবার থেকে আধার কার্ড দিয়েই করতে হবে বয়সের প্রমাণ।

কী নিয়ে এই মামলা?

আসলে সম্প্রতি কৌতুকশিল্পী পডকাস্টারদের অনলাইন কনটেন্টে মাঝে মাঝে মশকরার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর এ নিয়েই সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়েছিল। আবেদনকারীরা সেখানে অভিযোগ করেছিল, কিছু কিছু ক্ষেত্রে মশকরা অশ্লীল সীমার দিকে যায় যা যুব সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, অনলাইনে অনেক কনটেন্ট সকলের দেখার মতো নয়, প্রাপ্তবয়স্ক না হলে তো মোটেই নয়। তাই আগে থেকে বয়স যাচাই করা উচিত। কারণ, অনেক সময় ফোন অন করলে মোবাইল স্ক্রিনে অনেক অশ্লীল ছবি ভেসে ওঠে, যেগুলি দেখতে ইচ্ছা না হলেও সামনে চলে আসে। আর এতেই পড়ছে নেতিবাচক প্রভাব।

আরও পড়ুন: দেশ থেকে হারিয়ে যাবে ৬টি সরকারি ব্যাঙ্ক! গ্রাহকদের উপর প্রভাব পড়বে না তো?

এদিন প্রধান বিচারপতি স্পষ্ট বলে দেন, কেউ কোনও কন্টেন্ট হয়তো দেখতে চাইছে না। কিন্তু তাঁর সিদ্ধান্ত নেওয়ার আগেই সেই কন্টেন্ট অটোমেটিক শুরু হয়ে যায়। কন্টেন্ট ক্রিয়েটরদের উচিৎ প্রথম কয়েক সেকেন্ডের জন্য দর্শকদের সতর্ক করা। এছাড়া আধার কার্ডের তথ্য চাওয়া হতে পারে। তার ফলে বয়স যাচাই করা যাবে। দায়িত্বশীল সমাজ গড়ে না তুললে এই সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।

Leave a Comment