প্রকাশিত হল ২০২৬ সালের কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকা! দেখে নিন ঝটপট

Central Government Holiday List 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ শেষ হয়ে ২০২৬ পড়তে আর হাতে গোনা মাত্র একটা মাস বাকি। তার আগেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্র সরকার (Central Government Holiday List 2025)। জানা গিয়েছে, নতুন বছরে ১২টি ঐচ্ছিক ছুটি থাকবে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ছুটি তো রয়েছেই। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি ছুটি পাওয়া যাবে ১৭টি। কী বলছে তালিকা?

২০২৬ সালে ভারত জুড়ে কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকা

প্রথমে গোটা দেশজুড়ে ছোটা ছুটির তালিকা তুলে ধরা হল—

  • ২৬ জানুয়ারি সোমবার, প্রজাতন্ত্র দিবস।
  • ৪ মার্চ বুধবার, হোলি।
  • ২৯ মার্চ রবিবার, ঈদুল ফিতর।
  • ৩১ মার্চ মঙ্গলবার, রামনবমী।
  • ১ এপ্রিল বুধবার, মহাবীর জয়ন্তী।
  • ৩ এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে।
  • ৩১ মে রবিবার, বুদ্ধ পূর্ণিমা।
  • ২৬ জুন শুক্রবার, ঈদ উল যুহা।
  • ২৬ জুন শুক্রবার, মহরম।
  • ১৫ আগস্ট শনিবার, স্বাধীনতা দিবস।
  • ৪ সেপ্টেম্বর শুক্রবার, জন্মাষ্টমী।
  • ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঈদ এ মিলাদ।
  • ২ অক্টোবর শুক্রবার, মহাত্মা গান্ধীর জন্মদিন।
  • ২১ অক্টোবর বুধবার, বিজয়া দশমী বা দশহরা।
  • ৮ নভেম্বর রবিবার, দীপাবলি।
  • ২৯ নভেম্বর রবিবার, গুরু নানকের জন্মদিন।
  • ২৫ ডিসেম্বর বড়দিন, শুক্রবার।

এগুলি তো হল গোটা দেশজুড়ে ছুটির তালিকা। এবার আসি ঐচ্ছিক ছুটির তালিকা নিয়ে। জানা যাচ্ছে, ২০২৬ সালে মোট ১২টি ঐচ্ছিক ছুটি রয়েছে। আর সেই দিনগুলি হল দশহরার জন্য একটি অতিরিক্ত দিন, হোলির জন্য অতিরিক্ত ছুটি, জন্মাষ্টমী, রামনবমী মহা শিবরাত্রি উপলক্ষে ছুটি, গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী, মকর সংক্রান্তি, রথযাত্রা, ওনম, পোঙ্গল, শ্রী পঞ্চমী, নবরাত্রি বা ছটপূজা।

সীমাবদ্ধ ছুটির তালিকা

এছাড়া এই ছুটিগুলো বাদেও সীমাবদ্ধ হিসেবে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারি অফিসগুলি বন্ধ থাকবে এবং এই ছুটিগুলির মধ্যে কিছু কিছু বিভিন্ন রাজ্যেও প্রযোজ্য হবে। সেগুলি হল—

  • ১ জানুয়ারি বৃহস্পতিবার, ইংরেজি নববর্ষ।
  • ১৩ জানুয়ারি মঙ্গলবার, হযরত আলীর জন্মদিন।
  • ১৪ জানুয়ারি বুধবার, মকর সংক্রান্তি।
  • ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, পোঙ্গল।
  • ১৬ জানুয়ারি শুক্রবার, বসন্ত পঞ্চমী।
  • ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, গুরু রবিদাসের জন্মদিন।
  • ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন এবং মহা শিবরাত্রি।
  • ৩১ মার্চ মঙ্গলবার, রামনবমী।
  • ৫ এপ্রিল রবিবার, ইস্টার সানডে।
  • ১৫ এপ্রিল বুধবার, তামিল, বাংলা এবং মালায়ালাম নববর্ষ।
  • ৮ মে শুক্রবার, গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
  • ১৬ জুলাই বৃহস্পতিবার, রথযাত্রা।
  • ১৫ আগস্ট শনিবার, পার্সি নববর্ষ দিবস।
  • ২৬ আগস্ট বুধবার, ওনম এবং রাখি বন্ধন।
  • ১৪ সেপ্টেম্বর রবিবার, গণেশ চতুর্থী।
  • ১৭ থেকে ২১ অক্টোবর, দুর্গাপুজো।
  • ২২ অক্টোবর বুধবার, মহর্ষি বাল্মিকীর জন্মদিন।
  • ৩০ অক্টোবর বুধবার, কারাকা চতুর্থী।
  • ১৭ নভেম্বর সোমবার, নরক চতুর্দশী এবং গোবর্ধন পুজো।
  • ১৮ নভেম্বর মঙ্গলবার, ভাইফোঁটা।
  • ১৯ নভেম্বর বুধবার, ছটপুজো।
  • ১৪ নভেম্বর সোমবার, গুরুতেগ বাহাদুরের শাহাদত দিবস।
  • ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার, বড়দিনের আগের দিন ছুটি।

আরও পড়ুন: অস্তিত্ব হারাবে দেশের ৬টি সরকারি ব্যাঙ্ক! তৈরি হবে একটি, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

রবিবার দীপাবলি পড়লে কী হবে?

উল্লেখ্য, ২০২৬ সালের দীপাবলি ৮ নভেম্বর রবিবার পড়ছে। তবে কিছু কিছু রাজ্যে চতুর্দশীর একদিন আগেই এটিকে উদযাপন করা হবে। আর যদি কোনও রাজ্য তাদের সরকারি অফিসের জন্য চতুর্দশীকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে, তাহলে সেই রাজ্যের কেন্দ্রীয় সরকারের অফিসগুলোও ঐদিন বন্ধ থাকবে।

Leave a Comment