সহেলি মিত্র, কলকাতাঃ শীতের মরসুমে যে কোনও পরিবহণের ক্ষেত্রে একটি জিনিস খুব সমস্যার, আর সেটা হল কুয়াশা। বাস হোক ট্রেন হোক কিংবা, বিমান, ঘন কুয়াশা থাকলে একদিকে যেমন চলাচল করতে অসুবিধা হয় তেমনই দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। যদিও আর নয়, কারণ এবার বিশেষ করে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এমন এক নতুন প্রযুক্তি বসতে চলেছে, যার দরুণ ঘন কুয়াশা থাকলেও বিমান ওঠানামায় কোনও সমস্যা হবে না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দমদম বিমানবন্দরে বসল আধুনিক যন্ত্র
জানা গিয়েছে, মধ্যমগ্রাম বা নিউ টাউন উভয় দিক থেকে কলকাতা বিমানবন্দরের দিকে আসা বিমানগুলি এখন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাসের মধ্যেও নির্বিঘ্নে অবতরণ করতে সক্ষম হবে। বৃহস্পতিবার, কলকাতা বিমানবন্দর উত্তর প্রান্ত বা মধ্যমগ্রাম দিক থেকে অ্যাডভান্সড ক্যাটাগরি (CAT) III ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) চালু করেছে। এর জেরে প্রাথমিক রানওয়েতে তার নেভিগেশনাল সহায়ক ব্যবস্থা আপডেট হয়েছে অনেকটাই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
উপকৃত হবেন বিমান যাত্রীরা
অনেকেই হয়তো জানেন না যে দমদম বিমানবন্দরে দুটি রানওয়ে আছে। মধ্যমগ্রাম ও নিউটাউন দুই দিক থেকে বিমান ওঠানামা করে। শীতের সময়ে ঘন কুয়াশায় ঢেকে যায় এয়ারপোর্ট চত্ত্বর। ভোরে ও রাতে তো এক হাত দূরেও কিছু দেখা যায় না এত কুয়াশা থাকে তখন। ল্যান্ডিংয়ের সময়ে রানওয়ে ঠিকভাবে দেখতে না পেয়ে বহু বিমান অন্য বিমানবন্দরে চলে যেতে অনেক সময় বাধ্য হয়। সেইসঙ্গে ফ্লাইট দেরিতে ছাড়া, নামা তো রয়েইছেই। তবে এবার এসব থেকে মুক্তি মিলতে চলেছে। এদিকে নতুন এই প্রযুক্তির ফলে যাত্রী হয়রানি অনেকটাই কমবে বলে আশাবাদী বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরে এবার থেকে লো ভিজিবিলিটির সমস্যা মিটতে চলেছে অনেকটাই। বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে অত্যাধুনিক টেকনিক্যাল অ্যাড সিস্টেম বসানোর কাজ শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহের অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষে সূত্রে। বিশেষজ্ঞরা মনে করেন, উভয় প্রান্তে আপডেটেড সিস্টেম থাকার ফলে আবহাওয়ার ধরণ বা হাওয়ার দিক পরিবর্তন যাই হোক না কেন, নির্বিঘ্নে অবতরণ নিশ্চিত করা যাবে।