পুলিশের পরীক্ষার প্রশ্ন পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

Civic Volunteer Arrest

সৌভিক মুখার্জী, বসিরহাট: রাজ্যজুড়ে আজ চলেছে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা। তবে তার মধ্যেই আলোচনার শিরোনামে উঠে এল এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer Arrest)। জানা যাচ্ছে, পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছাড়। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ

উল্লেখ্য, পুলিশ নিয়োগের পরীক্ষা শুরুর আগের রাতেই গ্রেফতার হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে, মোটা টাকা দিলেই মিলবে পরীক্ষার প্রশ্নপত্র, এমনই প্রস্তাব দিয়েছিল সে। আর এই কথা বলে বেশ কয়েকজনের পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকাও আত্মসাৎ করেছিল বলে অভিযোগ। প্রশ্নপত্র আগাম পাইয়ে দেওয়ার নাম করেই কয়েক লক্ষ টাকা পকেটে পুড়েছিল ওই সিভিক।

খবর পাওয়া মাত্রই বসিরহাট থানার পুলিশ একাধিক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি তাদের কথা শুনে গোটা প্রতারণার ছবি সামনে আসে। জানা যায়, পরীক্ষার আড়ালেই গোপন প্রতারণার ফাঁদ পেতেছিল সে। এরপর তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। এমনকি ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা হবে তোলা হয়েছে এবং প্রশ্নপত্র তারা আদৌ পেয়েছে কিনা বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হচ্ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে চাইছে তদন্তকারীরা। আজ রবিবার তাকে আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুন: পারমাণবিক শক্তি খাতে প্রবেশ করছে আদানি গ্রুপ

এদিকে তদন্তকারীরা মনে করছে, এর পেছনে আরও কেউ যুক্ত থাকতে পারে। সেই কারণে দফায় দফায় তল্লাশি চলছে। এমনকি পুরো ঘটনার তদন্ত চলছে। প্রশ্ন ফাঁস করার টোপে অভিযোগ আসতেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্তর বাড়ি বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ায়। তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে স্থানীয়রা।

Leave a Comment