রেকর্ড Ertiga-র! ২০২৫-২৬ অর্থবর্ষে কোন গাড়ি কত ইউনিট বিক্রি হল? দেখুন রিপোর্ট

Car Sales Report

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি অর্থবর্ষের সাত মাস ইতিমধ্যেই পার হয়েছে। এপ্রিল ২০২৫-এ শুরু হওয়া গাড়ির বাজারের পথ চলা অক্টোবর মাসে দাঁড়িয়ে এখন স্পষ্ট যে, দেশের বাজারে সবথেকে বড় উত্থান পেয়েছে ৭-সিটার MPV সেগমেন্ট। পাশাপাশি পারিবারভিত্তিক গাড়ির চাহিদা হু হু করে বেড়েছে। তার ফলে বিক্রিতে (Car Sales Report) এসেছে নয়া রেকর্ড।

রিপোর্ট বলছে, টপ ১০ মডেলের মোট বিক্রি দাঁড়িয়েছে ১.৬৩ লক্ষ ইউনিট, যা বিগত বছরের ১.৫১ লক্ষ ইউনিটের তুলনায় অনেকটাই বেশি। আর তালিকার দশটির মধ্যে আটটি মডেলেই বার্ষিক বৃদ্ধি দেখা গেছে। শুধুমাত্র দুটি গাড়ির বিক্রি পিছিয়েছে। তবে এবারের বাজারে চমক দেখাল কারা? রইল রিপোর্ট ।

Maruti Ertiga

এপ্রিল থেকে অক্টোবর ২০২৫-এ এই গাড়ি বিক্রি হয়েছে ১,১৩,৩২২ ইউনিট, যেখানে ২০২৪ সালের একই সময় বিক্রি হয়েছিল ১,১৩,৮৪৬ ইউনিট। তাই সামান্য কমলেও জনপ্রিয়তার কোনওরকম ভাটা দেখা যাচ্ছে না এই গাড়িতে। ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া ৭-সিটার এখন এই Ertiga-ই। পরিবারের জন্য সাশ্রয়ী, কম খরচে রক্ষণাবেক্ষণ আর সিএনজি অপশন হওয়ায় এটি এখন সেরা বিকল্প।

Toyota Innova Hycross/Crysta

এই গাড়িটি চলতি অর্থবছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বিক্রি হয়েছে ৬৪,৬৭৮ ইউনিট, যেখানে বিগত বছর এই সময়ে বিক্রি ছিল ৬১,৫৫২ ইউনিট। ফলে এই গাড়ির বিক্রি বেড়েছে ৫%। Innova মানেই আরাম এবং নির্ভরযোগ্যতা। বাজার থেকে পরিবার, সব জায়গাতেই অদ্বিতীয় এই গাড়ি।

Kia Carens / Clavis / Clavis EV

২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবর মাসে এই গাড়ি বিক্রি হয়েছে ৫০,৬১০ ইউনিট। তবে ২০২৪ সালে এই একই সময় এই গাড়ি বিক্রি হয়েছিল মাত্র ৩৯,৯৫৯ ইউনিট। ফলে এই গাড়ির বিক্রি বেড়েছে ২৭%। ডিজাইন থেকে শুরু করে প্রচুর ফিচার আর বহুমাত্রিক ভেরিয়েন্ট এই গাড়ির বাজারকে আরও কাঁপিয়ে তুলছে।

Maruti XL6

২০২৫ সালে এই গাড়িটি এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বিক্রি হয়েছে ২০,৫৫৮ ইউনিট, যেখানে ২০২৪ সালে এই সময় বিক্রি হয়েছে ২২,৭৫৫ ইউনিট। তাই এই গাড়ির বিক্রি পিছিয়েছে প্রায় ১০%। তবে XL6 প্রিমিয়াম হলেও নতুন প্রতিযোগিতার মাঝে কিছুটা চাপে পড়েছে।

Toyota Rumion

Toyota Rumion গাড়িটি এপ্রিল থেকে অক্টোবর ২০২৫-এ বিক্রি হয়েছে ১০,৩৪২ ইউনিট। তবে ২০২৪ সালে এই একই সময়ে এই গাড়িটি বিক্রি হয়েছিল ১২,৪৬৪ ইউনিট। এই গাড়ি বিক্রি কমেছে ১৭%। মারুতি-ভিত্তিক হওয়ায় গাড়িটিকে এখন অনেকে এখন Ertiga কেই বেশি পছন্দ করছে।

আরও পড়ুনঃ ইডির তল্লাশিতে র‍্যাপিডো ড্রাইভারের অ্যাকাউন্টে মিলল ৩৩১ কোটি টাকা

অন্যদিকে Renault Triber গাড়ি বিক্রি বেড়েছে ১৩%, Maruti Invicto গাড়ি বিক্রি বেড়েছে ১৬%, Toyota Vellfire গাড়ি বিক্রি বেড়েছে ২০%। পাশাপাশি Mahindra Marazzo গাড়িটি ২০২৪ সালে বিক্রি ছিল মাত্র ১১৪ ইউনিট। তবে ২০২৫ সালের এসে দাঁড়িয়েছে ২৫৪ ইউনিট। ফলত, এই গাড়ির বিক্রি ১৩৩ পার্সেন্ট বেড়েছে।

Leave a Comment