গ্যারান্টি ছাড়াই ব্যবসার জন্য ৩ লাখ টাকা ঋণ, মহিলাদের জন্য নতুন স্কিম রাজ্য সরকারের

Udyogini Scheme

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বিভিন্ন সরকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে। সেই সঙ্গে মহিলারা যাতে আর্থিকভাবে স্বাধীন থাকে সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালিয়ে আসছে। এবার তেমনই মহিলাদের জন্য নতুন এক স্কিম চালু করা হল কর্ণাটক সরকারের তরফে। নাম হল ‘উদ্যোগিনী যোজনা’ (Udyogini Scheme)। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কীভাবে উপকৃত হবেন? কত টাকা মিলবে? চলুন সবটা জেনে নেবেন ঝটপট।

‘উদ্যোগিনী যোজনা’ চালু করল কর্ণাটক সরকার

জানা গিয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হল মহিলাদের কোনও গ্যারান্টি বা জামানত ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা, যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং তাদের ব্যবসা, বড় বা ছোট, বৃদ্ধি করাতে পারে। এই প্রকল্পের অনন্য বৈশিষ্ট্য হল সরকার ৩০% পর্যন্ত ভর্তুকি প্রদান করে। এর অর্থ হল, যদি কোনও মহিলা ৩ লক্ষ টাকা ঋণ নেন, তাহলে তিনি যথেষ্ট পরিমাণে ভর্তুকি পাবেন। এই প্রকল্পটি বিশেষভাবে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের জন্য যাদের ব্যাংক লোন দিতে চায় না। এর ফলে মহিলারা এখন, তারাও বিউটি পার্লার, সেলাই, মুদি দোকান, দুগ্ধ খামার বা অন্যান্য ছোট ব্যবসা শুরু করতে পারবেন।

কারা এই সুবিধা পেতে পারেন?

  • ১) মহিলা আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • ২) পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার কম হতে হবে।
  • ৩) গ্রামীণ বা আধা-শহুরে এলাকা থেকে আসা মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

মহিলারা এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল পোর্টালে একটি ফর্ম পূরণ করতে হবে, অন্যদিকে অফলাইন আবেদন নিকটবর্তী ব্যাংক বা সরকারি অফিসে করা যাবে। আবেদনের জন্য আধার কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাংক পাসবুক এবং ব্যবসায়িক তথ্য প্রয়োজন হবে।

উদ্যোগিনী যোজনা ২০২৫ শুধুমাত্র মহিলাদের জন্য ঋণ প্রকল্প নয়, বরং তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার একটি মাধ্যম। কর্ণাটক সরকার এই প্রকল্প চালু করেছে। এর অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কোনও গ্যারান্টি নেই, একটি সহজ প্রক্রিয়া এবং ভর্তুকির সুবিধা। ভবিষ্যতে, এই প্রকল্প লক্ষ লক্ষ মহিলাকে স্বাবলম্বী হওয়ার ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী সরকার।

Leave a Comment