WhatsApp ব্যান করতে পারে ভারতের বন্ধু রাষ্ট্র

WhatsApp Ban in Russia

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ায় এবার আসছে বিরাট নিয়ম। দেশের সরকারি কমিউনিকেশন মনিটরিং এজেন্সি Roskomnadzor হোয়াটসঅ্যাপ সম্পর্কে বড়সড় সতর্কবার্তা দিয়েছে এবং জানানো হয়েছে, রাশিয়ার আইন না মানলে দেশে এই অ্যাপ সম্পূর্ণভাবে ব্যান করা হবে (WhatsApp Ban in Russia)। বিদেশি সংস্থার উপর রাশিয়া গত কয়েক মাস ধরেই কঠোর হচ্ছে। আর তারই অংশ হল এবার হোয়াটসঅ্যাপ।

কী বার্তা দেওয়া হল?

রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী, ২৮ নভেম্বর Roskomnadzor আবারও হোয়াটসঅ্যাপকে সতর্কবার্তা দিয়েছে। সংস্থা দাবি করছে, অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে তৈরি রাশিয়ার আইনগুলিকে হোয়াটসঅ্যাপ বারবার উপেক্ষা করে চলেছে। আইন না মানলে মেসেজিং সার্ভিসকে দেশে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে। এমনকি আগস্ট মাসে রাশিয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ভয়েস ও ভিডিও কলের সুবিধাগুলি সীমিত করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল যে, অনেক অপরাধী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে।

তবে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা জানিয়েছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই জনগণকে নিরাপদে যোগাযোগ করা থেকে বিরত রাখতে চাইছে। তবে রাশিয়ার দাবি সম্পূর্ণ আলাদা। কারণ, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, তাদের অভিযোগ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নাকি সন্ত্রাসী হামলার পরিকল্পনা আর সন্ত্রাসবাদীদেরকে নিয়োগ করা হচ্ছে।

নতুন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনেও বাধা

উল্লেখ্য, অক্টোবর মাসে রাশিয়ার বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল যে, মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন হোয়াটসঅ্যাপের নতুন লগইন বা অ্যাকাউন্ট তৈরির এসএমএস কোড পাঠানো বন্ধ করে দেওয়া হয়। জবাবে হোয়াটসঅ্যাপ নতুন ব্যবস্থা নিয়ে আসে। আর রাশিয়ার ব্যবহারকারীদের জন্য PassKey লগইন চালু করা হয়, যাতে এসএমএস ছাড়াই অ্যাকাউন্টে লগইন করা যায়।

আরও পড়ুনঃ শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন, রিনিউয়াল প্রক্রিয়া! রইল পদ্ধতি

হোয়াটসঅ্যাপ কি তাহলে সত্যিই ব্যান হবে?

বর্তমানে রাশিয়ায় সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে সরকারের এই কঠোর অবস্থান দেখে এখন অনেকেই ধারণা করছে, ভবিষ্যতে বিদেশী অ্যাপগুলির উপর আরও বড়সড় নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাশিয়ায় অনলাইন যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে। 

Leave a Comment