8000mAh ব্যাটারি, ফাস্ট প্রসেসর! ১৭ ডিসেম্বর মধ্যবিত্তর বাজেটে লঞ্চ হচ্ছে OnePlus 15R

OnePlus 15R

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও স্মার্টফোনের দুনিয়ায় চমক দিলে OnePlus। বহু প্রতীক্ষার পর কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানাল যে তারা খুব শিগগিরই বাজারে লঞ্চ করতে চলেছে OnePlus 15R ফোন। এমনকি এটিই হবে বিশ্বের প্রথম ফোন যেখানে নতুন Snapdragon 8 Gen 5 মোবাইল প্ল্যাটফর্ম যুক্ত থাকবে। আর এই ঘোষণা সামনে আসতেই এখন স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

কবে লঞ্চ হবে OnePlus 15R ফোন?

OnePlus এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী 17 ডিসেম্বর ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবেই আত্মপ্রকাশ করবে OnePlus 15R মডেলটি। আর লঞ্চ ইভেন্টে কোম্পানি আরও একটি বড় ঘোষণা করতে পারে। আর তা হল নতুন ট্যাবলেট OnePlus Pad Go 2 এর উন্মোচন।

ডিজাইন এবং রঙে নজরকাড়া

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, OnePlus 15R ফোনটি বাজারে দুটি রংয়ের ভেরিয়েন্টে আসছে। আর সেগুলি হল Charcoal Black এবং Mint Breeze। আর স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমেই। উল্লেখ্য, কোম্পানির পোস্ট করা টিজার ইমেজে দেখা গিয়েছে ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে।

পাশাপাশি OnePlus এর এই মডেলটিকে টেকসই ডিজাইনের শ্রেষ্ঠত্বের উদাহরণ বলে দাবি করছে। কারণ, ফোনটিতে একসঙ্গে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া রয়েছে, যা সাধারণত টাফ মোবাইল ফোনগুলোতে দেখা যায়। অর্থাৎ, এই রেটিংগুলি এক কথায় ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষা দেবে, আর উচ্চচাপের জলেও নিরাপত্তা দেবে। পাশাপাশি কঠিন পরিবেশে ব্যবহার করা যাবে।

স্পেসিফিকেশন কী রয়েছে?

ফোনটি লঞ্চের আগেই কিছু ফিচার ফাঁস হয়েছে। আর সেগুলি হল—

ডিসপ্লে- এই ফোনটিতে 6.7 ইঞ্চির একটি OLED প্যানেল দেওয়া রয়েছে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেস রেট 120Hz।

ব্যাটারি ও চার্জিং- ফোনটিতে 8000mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে। আর সঙ্গে 100W ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ, একবার চার্জ দিলেই ফোনটিতে অনায়াসে একদিন গেমিং থেকে শুরু করে যেকোনও ভারী কাজ করা যাবে।

আরও পড়ুন: রেকর্ড Ertiga-র! ২০২৫-২৬ অর্থবর্ষে কোন গাড়ি কত ইউনিট বিক্রি হল? দেখুন রিপোর্ট

প্রসেসর- এই ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর যুক্ত স্মার্টফোন হতে চলেছে। আর এই ফোনটিতে সর্বোচ্চ 16GB পর্যন্ত RAM থাকবে।

ক্যামেরা- বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, OnePlus 15R ফোনটিতে থাকতে পারে 50MP একটি প্রাইমারি ক্যামেরা, 8MP সেকেন্ডারি সেন্সর। তাই যারা ফটোগ্রাফি করতে ভালবাসেন, তাদের জন্য এটি বিরাট সুযোগ। এখন শুধু এই ধামকাদার স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পালা।

Leave a Comment