টিকিট বুকিংয়ের নিয়ম, SIR-র সময়সীমা বৃদ্ধি…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৩০ নভেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ নভেম্বর, রবিবার। টিকিট বুকিংয়ের নিয়ম, SIR-র সময়সীমা বৃদ্ধি, কেকেআর থেকে আন্দ্রে রাসেলের অবসর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পড়ে থাকা দেড় লক্ষ একর খাস জমি লিজ দেবে রাজ্য সরকার

রাজ্যে বহু বছর ধরেই পড়ে থাকা প্রায় দেড় লক্ষ টাকা খাস জমির মালিকানা বা লিজ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। বাম আমলের সিলিংয়ের অতিরিক্ত জমি ভেস্টিং করে সরকারি খাতায় তোলা হলেও বহু জমি নিয়ে মামলা চলছিল। আর এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলা তুলে দাবিদারদেরকে জমির স্বত্ব বা লিজ দিয়ে দেওয়া হবে। শীঘ্রই ভূমি দপ্তর এ বিষয়ে গাইডলাইন জারি করবে। এতে দীর্ঘদিনের জট কাটবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বদলে গেল ভারতের ভূমিকম্প মানচিত্র

ভারতের নতুন ভূমিকম্প মানচিত্রে বিরাট পরিবর্তন এনে আগের পাঁচ জোনের সঙ্গে নতুন জোন ৬ যুক্ত করা হয়েছে। আর সেখানে পুরো হিমালয় অঞ্চলকে সবথেকে বিপজ্জনক ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে তুলে ধরা হচ্ছে। নতুন তথ্য বিশ্লেষণে দেশের ৬১% এলাকাকে ভূমিকম্পপ্রবণ হিসেবে তুলে ধরা হয়েছে। যা আরও  উদ্বেগ বাড়াচ্ছে। কলকাতা রয়েছে মাঝারি ঝুঁকির জন্য ৩ নম্বরে। পাশাপাশি দিল্লি, কাশ্মীর, উত্তরাখণ্ড সহ বহু এলাকা জোন ৪ এবং ৫ এ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও গ্রুপ সি-তে ৮ লক্ষ আবেদন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আর ইতিমধ্যে ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ ডি-তে আবেদন সবথেকে বেশি। একাদশ-দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং এখনো পর্যন্ত ২৬৯ জনকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হয়েছে। আর এদের মধ্যে কয়েকজন বিশেষভাবে সক্ষম প্রার্থীও রয়েছে। যাচাই প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের

কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পর আইপিএল থেকে অবসর ঘোষণা করেছে আন্দ্রে রাসেল। ২০১৪ সাল থেকে কলকাতা হয়ে অন্যতম ভরসা ছিলেন তিনি। তবে সাম্প্রতিককালে ফর্ম হারানোর কারণে আইপিএল ২০২৬ রিটেনশনের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। নতুন দলে খেলবেন না জানিয়েই রাসেল এবার সোজাসুজি আইপিএল থেকে নাম তুলে দিলেন। যদিও তিনি এবার আইপিএলের পাওয়ার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ বাড়াল নির্বাচন কমিশন

ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্বে চাপের কারণে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশের দিন ৯ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। আর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার তারিখ ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন বাড়ানো হয়েছে ১১ ডিসেম্বর পর্যন্ত। এমনকি দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়োগ প্রযোজ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কেন্দ্র সরকার চালু করল বাড়ি ভাড়া বিধি ২০২৫

কেন্দ্র সরকারের নতুন বাড়ি ভাড়া বিধি ২০২৫ ভাড়াটিয়াদের এবার বিরাট স্বস্তি দেবে। নতুন নিয়ম অনুযায়ী, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার চুক্তি বাধ্যতামূলকভাবেই ডিজিটালভাবে স্ট্যাম্প এবং ৬০ দিনের মধ্যে অনলাইনে নিবন্ধিত করতে হবে। নাহলে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। নিরাপত্তা আমানত এবার সর্বোচ্চ ২ মাসের জন্য সীমাবদ্ধ থাকবে। আর ভাড়া বছরে একবারই বাড়ানো যাবে, তাও ৯০ দিন আগে নোটিশ দিতে হবে। পাশাপাশি ৫০০০ টাকার বেশি ভাড়া অনলাইনে পরিশোধ করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পুলিশ কনস্টেবল পরীক্ষায় আর্থিক জালিয়াতিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

পুলিশ কনস্টেবল পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সিভিক ভলান্টিয়ার গণেশ বাছাড়ের বিরুদ্ধে। অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন দেওয়ার লোভে সে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল। অভিযোগ পেয়ে বসিরহাট থানার পুলিশ পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চালাচ্ছে। অনুমান করা হচ্ছে, এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ট্রেনে টিকিট কেটে উঠলে দেওয়া হবে রসগোল্লা এবং পান্তুয়া

পূর্ব বর্ধমানের পাঁচুন্দি স্টেশনে এবার বিরাট উদ্যোগ গ্রহণ করা হল। টিকিট কেটে ট্রেনে উঠলে যাত্রীদের রসগোল্লা এবং পান্তুয়া দেওয়া হচ্ছে। আহমেদপুর-কাটোয়া জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে টিকিট কেটে ভ্রমণে উৎসাহিত করে তোলা। কারণ, বহু যাত্রী এখনও পর্যন্ত বিনা টিকিটে যাতায়াত করেন। তাই স্টেশন জুড়ে টিকিট কাটুন, ট্রেনে চাপুন পোস্টার লাগানো হয়েছে এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) তৎকাল টিকিট বুকিং-এ নয়া নিয়ম চালু ভারতীয় রেলের

ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং এবার আরও নিরাপদ ও স্বচ্ছ করতে ১০২টি রাজধানী এবং শতাব্দী ট্রেনে কাউন্টার ভিত্তিক ওটিপি ভিত্তিক ব্যবস্থা চালু করল। রিজার্ভেশন কাউন্টারে টিকিট কাটতে গেলে এবার থেকে যাত্রীদের মোবাইলে ওটিপি যাবে। আর সেই ওটিপি দিলে টিকিট কাটা সম্ভব হবে। এতে এজেন্টদের একযোগে বহু টিকিট বুকিং করা বন্ধ হবে এবং এক মোবাইল নম্বরে একবারে মাত্র একটি তৎকাল টিকিট কাটা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বদলে গেল রাজভবনের নাম

পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে এবার করা হল লোক ভবন। ব্রিটিশ আমলের ছাপ মুছে ফেলে সাধারণ মানুষের কাছাকাছি আনতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং রাজভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই নাম বদল করে দেওয়া হয়। ১৭৯৯-১৮০৩ সালে নির্মিত ঐতিহাসিক ভবনটি আগে গভর্নর জেনারেল বাসভবন ছিল। এরপ ধীরে ধীরে হয় পরিবর্তন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment