সাদা বলে ভারতকে হারানো সহজ নয়, প্রথম ওয়ানডে জিতে দক্ষিণ আফ্রিকাকে বোঝালেন বিরাটরা

India Vs South Africa South Africa lost to India in first ODI-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের ওয়ানডেটা (India Vs South Africa) শুরু হয়েছিল ভারতের হাত ধরে, শেষটাও করল তারাই। বিরাট কোহলিদের রানের পাহাড় টপকে লাল বলের মতো হুঙ্কার ছাড়তে পারল না দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের সামনে এক প্রকার নাাক খর দিয়েই পরাজয়ের ধাক্কা সামলাতে হল তাদের। তাতে গত টেস্ট সিরিজে হারের ক্ষততে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল কে এল রাহুলের সাহসী ব্রিগেড। অন্যদিকে, আপাতত পরাজয় যন্ত্রনা কতটা কঠিন সেটা বোঝার গণ্ডিতে কয়েক ঘুল্লি দিয়ে পরবর্তী ম্যাচে হার এড়ানোর চেষ্টায় প্রোটিয়ারা…

লড়াই করেও সাফল্যের মুখ খুলতে পারল না দক্ষিণ আফ্রিকা

কিছুদিন আগেই লাল বলের সিরিজে ভারতের মাটিতে ভারতকেই একেবারে চুনকাম করে ছেড়েছিল টেম্বা বাভুমার দল। সাদা বলের ক্রিকেটে অবশ্য আফ্রিকার সেনাপতির আসনে নেই তিনি। সেই দায়িত্বটা সামলাচ্ছেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। টেস্টে সফল হওয়ার পর একদিনের ক্রিকেটে ভারতকে বড় ধাক্কা দেওয়ার স্বপ্নছিল তাঁর। সেই লক্ষ্য নিয়েই রবিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পা রেখেছিলেন আফ্রিকার অধিনায়ক। সেই মতোই ম্যাচ শুরু হতেই প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। এদিন ক্রিকেট কাকে বলে ইনিংসের একেবারে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকাকে বুঝিয়ে দিচ্ছিল ভারত।

শুরুর দিকে অবশ্য 18 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। তাতে কিছুটা হলেও চিন্তায় পড়ে যায় টিম ইন্ডিয়ার বাকিরা। ঠিক সেই সময়ে বন্ধু রোহিতের সাথে জুটি বেঁধে, একেবারে উদ্ধারকারীর ভূমিকায় দাঁড়ান বিরাট কোহলি। রবিবার অস্ট্রেলিয়া সিরিজের পর ফের তাঁকে জ্বলে উঠতে দেখল ভারতীয় ক্রিকেট ভক্তরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে সমস্ত অপ্রাপ্তি আজই ঘুঁচিয়ে দিলেন চিকু। এদিন বন্ধু রোহিতের সাথে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কোহলি। সেই পথে থেকে অবশ্য হাফ সেঞ্চুরি করে বিদায় নেন রোহিত। মাঠে নামেন দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরা রুতুরাজ। তবে দুঃখের বিষয়, দমকা হওয়ায় 8 রানে উড়ে যায় তাঁর উইকেট। এরপরই দলের হাল ধরতে আসেন অধিনায়ক কে এল রাহুল।

রবির ম্যাচে রাহুলের সাথে দীর্ঘ সময় ব্যাট হাতে মাঠে দাপট দেখিয়েছিলেন বিরাট। এদিন যেন ব্যাটিং নয় বরং ব্যাট হাতে নিয়ে গুলি বর্ষন করছিলেন ভারতীয় মহাতারকা। প্রতিপক্ষের বোলারদের বোকা বানিয়ে একের পর এক বলে চার ছয়ে 135 রানের ঝোড়ো ইনিংস খেলেন কোহলি। মূলত 120 বলে 11টি চার ও 7টি ছয়ে নিজের সেঞ্চুরি একেবারে সাজিয়ে নিয়েছিলেন 18 নম্বর জার্সি। যদিও শেষ পর্যন্ত উইকেট যায় তাঁরও। তবে ততক্ষণে ভারতকে বড় রানের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন কোহলি। শেষ পর্যন্ত বাকিদের পরিশ্রমী ইনিংসকে সঙ্গে নিয়ে নির্ধারিত 50 ওভারে 349 রানের পাহাড় খাড়া করে ভারত। পরে 350 এর লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার।

অবশ্যই পড়ুন: ৯৮ হাজার কোটি বিনিয়োগ, গুগলের পর দেশে AI ডেটা সেন্টার বানাচ্ছে রিলায়েন্স! কোথায় হবে?

রবিবার ভারতের বিপক্ষে শুরু করতে গিয়ে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার চাপানো বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে পরপর ভেঙে পড়ে প্রতিপক্ষের তিন উইকেট। তাতে একেবারে কোনঠাসে হয়ে যায় তারা। এদিন মাত্র 7 রানে আউট হয়ে মার ছাড়েন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। এরপর ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার ছেলেরা। ব্যাট হাতে প্রতিপক্ষ যেভাবে দাপট দেখাচ্ছিলো তাতে একটা সময় মনে হয়েছে হয়তো নাটকীয়ভাবে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নেবে তারা। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়েও লড়াই চালিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। একেবারে অন্তিম মুহূর্তে 6 রানে 18 করতে পারলেই জিতে যেত দক্ষিণ আফ্রিকা। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই মার্করামদের রুখে 17 রানে প্রথম ওয়ানডে নিজেদের নামে করলেন রোহিত, বিরাট রাহুলরা। তাতে আপাতত এগিয়ে থেকেই দ্বিতীয় ম্যাচে ক্ষমতা দেখাবে সম্প্রতি লাল বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়া ভারত।

Leave a Comment