সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পড়ে গেল ডিসেম্বর মাস। আর এই চলতি মাস থেকেই বাংলায় জাঁকিয়ে শীতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলার পারদ তো ৬ থেকে ৭ ডিগ্রির ঘরে চলে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এমনিতে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’ দক্ষিণ ভারতের বহু রাজ্যে তাণ্ডব চালিয়েছে। যদিও এর প্রভাব বাংলায় তেমন পড়েনি। বড়জোর আকাশ মেঘলা থেকেছে ব্যস। এখানকার মানুষ কবে বাংলায় জাঁকিয়ে শীত পড়বে, সেই নিয়ে দিন গুনছেন। যাইহোক, তবে এখন লাখ টাকার প্রশ্ন হল, আজ মাসের এবং সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? শীত বাড়বে নাকি গরম থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সোমবার সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে। বর্তমানে সব জেলাতেই আমেজ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ জাঁকালো ঠান্ডাই রয়েছে। বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, নদীয়া জেলায় শীত ভালোই টের পাচ্ছেন সাধারণ জনতা। জানা গিয়েছে, আজ সোমবার পর্যন্ত তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা; পরে পরিষ্কার আকাশের দেখা মিলবে। দুই এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। কলকাতার আবহাওয়া সম্পর্কে বললে, আগামী শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। হাওয়া মোটের উপর শুষ্কই। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর।
কয়েক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
একদিকে যখন ঘূর্ণিঝড় দিটওয়ার জেরে বাংলার আবহাওয়া বদলাচ্ছে, শীত ঢুকবে ঢুকবে করছে, তখন অন্যদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কা উপকূল ছাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি।
প্রবল বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকালে।