ডিসেম্বরের শুরুতেই কমল LPG-র দাম, জানুন নতুন রেট

LPG Price

সহেলি মিত্র, কলকাতা: মাসের শুরুতেই সকাল সকাল মিল দারুণ সুখবর। ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Price)। এমনিতেই আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বর্তমানে যথেষ্ট অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে, বর্তমানে অপরিশোধিত তেলের দাম কম। এই কারণেই এর উপজাত, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দামও কম। এই কারণেই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি যেমন আইওসি, এইচপিসিএল, বিপিসিএল আজ এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমিয়েছে। হ্যাঁ, এই সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমিয়েছে।

দাম কমল LPG গ্যাসের

জানা গিয়েছে, নতুন দাম আজ থেকে, অর্থাৎ ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এক মাস আগে, অর্থাৎ নভেম্বরে, এর দামও ৫ টাকা কমানো হয়েছিল। সরকারি মালিকানাধীন পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি (আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল) প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। ডিসেম্বর এবং নভেম্বর মাসে দাম কমানো হলেও তবে, এই বছরের অক্টোবরে সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা অবধি বৃদ্ধি করা হয়েছিল।

জেনে নিন আপনার শহরে নতুন রেট কত?

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOC) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৮০.৫০ টাকা। আজকের আগে এর দাম ছিল ১৫৯০.৫০ টাকা। অপরদিকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন ১,৬৮৪.০০ টাকায় নেমে এসেছে। মুম্বাইতে এখন এটি ১,৫৩১.৫০ টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে? মিলল বড় আপডেট, আজকের আবহাওয়া

এছাড়াও চেন্নাইতে এর দাম এখন ১,৭৩৯.৫০ টাকা। যদিও সাধারণ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে সাধারণ গ্রাহকদের জন্য এর দাম এখনও ৮৫৩ টাকা। ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামও এই দাম অনুসরণ করে।

Leave a Comment