মেলে ১ লক্ষ টাকা পর্যন্ত! একাদশ-দ্বাদশ শ্রেণী পাসেই স্কলারশিপ দিচ্ছে টাটা

Tata Capital Pankh Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থাভাব যাতে উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার একাধিক স্কলারশিপ চালু করে রেখেছে। ঠিক তেমনই টাটা ক্যাপিটাল সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)। জানা যাচ্ছে, একাদশ ও দ্বাদশ শ্রেণী, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারে এবং অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে। কিন্তু কারা যোগ্য এবং কীভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

টাটা ক্যাপিটাল লিমিটেড সম্পর্কে তথ্য

প্রথমেই জানিয়ে রাখি, টাটা গ্রুপের শীর্ষস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা হল টাটা ক্যাপিটাল লিমিটেড। তাদের কর্পোরেট সংস্থার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৃত্তি চালু করা হয়েছে। এই স্কলারশিপের মূল লক্ষ্য হল যোগ্য এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার পথে সহায়তা দেওয়া এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। স্টাইপেন্ড দেওয়ার পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন বা পরিবেশ এবং স্বাস্থ্যের উপরেও জোর দেয় টাটা ক্যাপিটাল। বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় কিন্তু পরিবারের আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ায়, তাদের জন্য এই স্কলারশিপ দারুণ বিকল্প।

কী কী সুবিধা পাওয়া যাবে?

টাটা ক্যাপিটালের এই স্কলারশিপ পেলে শিক্ষার স্তর হিসাবে স্টাইপেন্ড দেওয়া হয়। নীচে একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে স্টাইপেন্ডের পরিমাণ আলোচনা করা হল—

  • পূর্ববর্তী ক্লাসে ৬০% থেকে ৮০% নম্বর পাওয়া শিক্ষার্থীরা টিউশন বা কোর্স ফি’র ৮০% অথবা ১০,০০০ টাকা পায়।
  • যারা ৮১% থেকে ৯০% নম্বর পেয়েছে তারা টিউশন বা কোর্স ফি বাবদ ৮০% অথবা ১২,০০০ টাকা পায়।
  • যারা ৯১% বা তার বেশি নম্বর পেয়েছে তারা টিউশন বা কোর্স ফি বাবদ ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পায়।

এবার যারা সাধারণ কলেজে গ্রাজুয়েশন বা পলিটেকনিক বা ডিপ্লোমা বা আইটিআই করছে, তাদেরকে নিম্নলিখিত ধাপ অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হয়—

  • যারা ৬০% থেকে ৮০% নম্বর পেয়েছে তাদেরকে ১২,০০০ টাকা দেওয়া হয়।
  • যারা ৮১% থেকে ৯০% নম্বর পেয়েছে তাদেরকে ১৫,০০০ টাকা দেওয়া হয়।
  • যারা ৯১% কিংবা তার বেশি নম্বর পেয়েছে তাদেরকে ১৮,০০০ টাকা দেওয়া হয়।

তবে হ্যাঁ, যারা কোনও পেশাদার কোর্স করছে যেমন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হয়েছে তাদেরকে এই স্কলারশিপে টিউশন ফি বাবদ সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেয়া হয়।

কী কী যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপ পেতে গেলে শিক্ষার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—

  • শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।
  • বর্তমানে ভারতের যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একাদশ-দ্বাদশ বা কোনও পেশাদার কোর্সে ভর্তি হতে হবে।
  • পূর্ববর্তী শিক্ষাবর্ষে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারীকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
  • টাটা ক্যাপিটাল কিংবা বাডি ফর স্টাডির কর্মীদের সন্তান এখানে আবেদন করতে পারবে না।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথম Buddy4Study র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এরপর হোমপেজে “Tata Capital Pankh Scholarship Program 2025-26” লেখাটি খুঁজে বার করতে হবে।
  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর অনলাইনে আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  • সমস্ত শর্ত মেনে সাবমিট করতে হবে।

কী কী ডকুমেন্ট দরকার হবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলি হল—

  • ছবিসহ যে কোনও পরিচয়পত্র। সে আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড বা অন্যান্য যে কোনও সরকারি ডকুমেন্ট।
  • আবেদনকারী সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র।
  • চলতি শিক্ষাবর্ষের ফি রশিদ।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস।
  • আগের ক্লাসের মার্কশিট কিংবা সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

আরও পড়ুন: ইস্তফা হোক আর বরখাস্ত, দু’দিনের মধ্যে বকেয়া মেটাতে হবে কর্মীর! নয়া আইন কেন্দ্রের

বলে রাখি, এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর। তারপরে আর আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা এই স্কলারশিপের জন্য যোগ্য, তারা আজই আবেদন করুন এবং স্টাইপেন্ড নিয়ে উচ্চশিক্ষার পথে আরও একধাপ এগিয়ে যান।

Leave a Comment