মোলিনার পর তাঁর সহকারীকেও ছাড়ল মোহনবাগান, ইনি হচ্ছেন লোবেরার সহযোগী

Mohun Bagan New Assistant Coach the name was announced

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু হোসে মোলিনা নন, পুরনো ব্যর্থতার দায়ে তাঁর সহকারি কোচ ইগরকেও আর রাখছে না মোহনবাগান। মোলিনার সময়কার সহকারি কোচের বদলে মোহনবাগানে যোগ দিচ্ছেন উয়েফা প্রো লাইসেন্সধারী সহকারি কোচ দেওগ্রাসিয়া মার্কুয়েজ ডাভিড (Mohun Bagan New Assistant Coach)। তবে প্রধান এবং সহকারি কোচ বদলালেও পুরনো দলেই ভরসা রাখছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।

ISL অনিশ্চয়তার মধ্যেই অনুশীলন শুরু মোহনবাগানের

বাগানে প্রধান কোচের দায়িত্ব পেতেই তড়িঘড়ি ভারতে আসার জন্য ভিসার আবেদন করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। তবে শেষ পর্যন্ত ভিসা পাবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিলই। বাগান সূত্রে যা খবর, রবিবার পর্যন্ত ভিসা পাননি নতুন কোচ। এদিকে গতকাল থেকেই একপ্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ মেরুন। প্রথমে মেডিকেল টেস্টের পর আজ পুরনো ছন্দে ফিজিক্যাল ট্রেনারদের তত্ত্বাবধানে মাঠে নেমে পড়ার কথা মোহনবাগান প্লেয়ারদের।

অনিশ্চিত ইন্ডিয়ান সুপার লিগ। তবে তীব্র অনিশ্চয়তার মধ্যেও নিজেদের ফিট রাখতে চাইছে মোহনবাগানের ছেলেরা।সে কারণেই অনুশীলন শুরু করে দেওয়া। আগেই জানা গিয়েছিল, প্রধান কোচ যতদিন না পর্যন্ত শহরে আসছেন ততদিন জেসন কামিংসদের অনুশীলন করাবেন ফিজিক্যাল ট্রেনাররা। বর্তমানে সেটাই হচ্ছে। তবে এসবের মাঝেই কোচিং বদলালেও বদলাচ্ছে না মোহনবাগান দল। সূত্রের খবর, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে মোলিনার গোছানো দল নিয়ে খেলতে চান লোবেরা। তার আগে অবশ্য প্লেয়ারদের ফিটনেস যাচাই করে নিজস্ব কৌশলে দলের শক্তি বাড়াবেন তিনি।

অবশ্যই পড়ুন: টেস্টে ফিরে আসছেন বিরাট কোহলি? স্পষ্ট করে দিলেন চিকু

উল্লেখ্য, গত বুধবার, এফসি গোয়া থেকে শুরু করে মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসিকে সাফল্য পাইয়ে আসা স্প্যানিশ কোচ লোবেরার নাম ঘোষণা করে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগ জয়ী এই মহারথীকে ভাগ্য ফেরানোর দায়িত্ব দিয়ে হাফ ছেড়ে বাঁচতে চাইছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। এদিকে ক্লাবের এমন পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছেন ভক্তরা। তবে কেউ কেউ অবশ্য বলছেন, মোলিনার আমলেই কিন্তু পরপর ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড এবং কাপ দুইই জিতেছে মোহনবাগান। তাই দু একটা ব্যর্থতার জন্য এভাবে তাঁকে ছেড়ে দেওয়া উচিত হল না।

Leave a Comment