গম্ভীর বনাম রোহিত-কোহলি! ড্রেসিংরুমে বেঁধে গেল অশান্তি? ভাইরাল ভিডিও

Gautam Gambhir Vs RO-KO new video viral on social media

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ড্রেসিংরুমেই প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে লেগে গেল রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Gautam Gambhir Vs RO-KO)! গতকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম দিন প্রতিপক্ষকে আটকে জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের দল। আর সেদিনই ড্রেসিংরুমে ধরা পড়ল এক ভিন্ন চিত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে, গম্ভীরের সাথে এক প্রকার উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যাচ্ছে রোহিতকে! যদিও দৃশ্যটি পুরোপুরি স্পষ্ট নয়। অন্যদিকে সিঁড়ি দিয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছেন বিরাট কোহলি। তবে প্রধান কোচ তাঁর দিকে তাকালেও তিনি একবারও গম্ভীরের দিকে মুখ ফেরাননি। আর তা নিয়েই এবার চর্চা বেড়েছে নেট দুনিয়ায়। অনেকেই বলছেন, গম্ভীরের সাথে সম্পর্কের অবনতি একেবারে আলগা হয়ে গিয়েছে রোহিত-বিরাটের।

গম্ভীরের সাথে ঝামেলায় জড়িয়েছেন রোহিত-বিরাট?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই প্রধান কোচ গৌতম গম্ভীরকে একেবারে কাঠগড়ায় তুলেছেন নেট নাগরিকরা। তাঁর অধীনে লাল বলের ক্রিকেটে একের পর এক ব্যর্থতা একেবারে মেনে নিতে পারছেন না ভারতীয় দলের সমর্থকরা। তাছাড়াও একেবারে প্রথম থেকেই রোহিত এবং বিরাটের টেস্ট থেকে অবসরের জন্য গম্ভীরকেই দায়ী করে আসছেন ভক্ত মন্ডলী। তাঁদের বেশিরভাগেরই দাবি, রোহিত এবং বিরাটকে একেবারে সহ্যই করতে পারছেন না তিনি। তাঁদের সাফল্যে গম্ভীরের গাত্রদাহ হয়! এমন বক্তব্য আরও জোরালো হয়েছে রবিবার।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। যা ভক্তদের ধরে প্রাণ এনেছে বলা যায়! তবে এসবের মাঝেই রোকো ভক্তদের একাংশের বক্তব্য, রোহিত শর্মার অর্ধশতরান এবং বিরাটের সেঞ্চুরি একেবারেই মেনে নিতে পারছেন না প্রধান কোচ! নেট দুনিয়ায় কেউ কেউ তো আবার এও বলছেন, গম্ভীর নাকি বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের ইশারা করে বোঝাচ্ছিলেন কীভাবে কোহলিকে আউট করতে হবে!

অবশ্যই পড়ুন: মোলিনার পর তাঁর সহকারীকেও ছাড়ল মোহনবাগান, ইনি হচ্ছেন লোবেরার সহযোগী

আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে গম্ভীর এবং রোহিত। আপাতদৃষ্টিতে তাঁদের মধ্যে এক প্রকার উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। ঠিক সেই সময় এন্ট্রি নেন কোহলি। তবে গম্ভীর তার দিকে তাকালেও প্রধান কোচকে কার্যত পাত্তাই দেননি বিরাট! আর এ নিয়েই ভক্তদের অনেকের দাবি, ড্রেসিংরুমের মধ্যে গম্ভীরের সাথে একেবারে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন রোহিত এবং কোহলি। যদিও এমন দাবির সত্যতা কতটা তা যাচাই করিনি আমরা। তবে ভক্তদের অনেকেই বিশ্বাস করেন, “গম্ভীর এবং রোহিতের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তা একেবারেই সাধারণ ছিল না.. পরবর্তীতে বিরাট ড্রেসিংরুমে পৌঁছালে তা বড় আকার নেয়…”

 

Leave a Comment