২৬ হাজার চাকরি-বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Supreme Court On SSC Recruitment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ভাল পড়ুয়া হলে তিনি আবার চাকরিতে নিযুক্ত হয়ে যেতে পারবেন”। মূলত এমন দাবি জানিয়েই স্কুল সার্ভিস কমিশনের 26 হাজার চাকরি বাতিলের পূর্বের রায় বহাল রাখল শীর্ষ আদালত (Supreme Court On SSC Recruitment)। আসলে, চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে জমা পড়েছিল আবেদন। এবার সেই আবেদন খারিজ করে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, আদালত এর আগে যা রায় দিয়েছিল সেটাই বহাল থাকছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনও ভাবে হস্তক্ষেপ করা হবে না। প্রধান বিচারপতি একেবারে সরাসরি জানিয়েছেন, “যাঁরা আদতেই ভাল পড়ুয়া, তাঁরা ঠিক চাকরিতে নিযুক্ত হয়ে যেতে পারবেন।”

আবেদনকারীদের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

শেষবারের মতো, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল 2016 স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল। যার কারণে চাকরি হারিয়েছিলেন 26 হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে হবে। এবছরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতেই হবে তাদের। এর জন্য যারা দাগি অযোগ্য তাদের বাদ দিয়ে সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে গোটা নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কমিশনকে। সেই মতোই, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার সাথে সাথে নতুন করে আবার পরীক্ষা নেয় কমিশন। প্রকাশিত হয় নতুন তালিকা।

অবশ্যই পড়ুন: গম্ভীর বনাম রোহিত-কোহলি! ড্রেসিংরুমে বেঁধে গেল অশান্তি? ভাইরাল ভিডিও

নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থীদের একটা অংশ সুপ্রিম কোর্টের দারস্থ হন। শীর্ষ আদালতের কাছে তাঁদের দাবি ছিল, কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য বঞ্চিত হয়েছেন। অনেকে আবার সুযোগই পাননি। এমন বক্তব্যকে সামনে রেখেই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট জানিয়ে দেন, “এ কথা ঠিক যে কোনও প্রক্রিয়া খারিজ হয়ে গেলে তাতে ভাল বা যোগ্য পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন। তবে যাঁরা আদতেই ভাল পড়ুয়া তাঁরা আবারও নিযুক্ত হয়ে যেতে পারবেন।” এক কথায়, সুপ্রিম কোর্ট আগে যা রায় দিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আর সরে দাঁড়াচ্ছেন না প্রধান বিচারপতি। সব মিলিয়ে, চাকরিপ্রার্থীদের আবেদন সত্ত্বেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না বলেই আবেদন সরাসরি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

Leave a Comment